Jamiar

Call

ধন্যবাদ প্রশ্ন করার জন্য।আসলে প্রথম মিলনে রক্ত আসতেই হবে তা কিন্তু না। আসলে আপনি যদিও সাতার কাটেন নি,সাইকেল চালান নি,দৌরঝাপ করেন নি ।তার মানে এই না যে আপনার সতি পর্দা ঠিকাছে। হতে পারে আপনার মিন্সের সময় ভারি রক্তপাতে বা কখনো কোন একদিন তা ছিড়ে গেছে সেক্ষেত্রে একজন প্রথম মিলনে রক্ত পাত হয় নি। তবে রক্ত পাত হওয়া বা না হওয়ার সাথে সতি পর্দা ছিড়া বা না ছিড়া নির্ভর করে না। অনেকেরি সতি পর্দা অনেক আগেই ছিড়েছে কিন্তু তার পরেও রক্ত আসে আবার কারো সতি পর্দা ছিড়ে যাওয়ার কারনে আসতে পারে । 

হয়তো আপনার অনেক আগেই তা ছিড়ে গেছে যার কারনে আপনার এখন মিলনে রক্ত আসে নি তবে রক্ত আসে নাই তার মানে এই না যে আপনি কুমারি নয় । কুমারিত্ব সতি পর্দার উপর নির্ভর করে না। কেনো না এই পর্দা অনেক কারন বসত  ছিড়ে যেতে পারে ।কাজেই এ নিয়ে আপনি অযথা চিন্তা করবেন না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ