এধরনের দূঃখজনক ঘটনা অনেক ঘটে। অাপনি অাপনার বাবার কাছের লোক যারা তাদের সাথে, নিকট অাত্মিয়দের সাথে, প্রতিবেশিদের সাথে ভাল সম্পর্ক করুন তারপর তাদের কাছ থেকে ধীরে ধীরে জানার চেষ্টা করুন। ধৈর্য ধরে চেষ্টা করুন কিছু না কিছু তথ্য পেয়ে যাবেন অার কোন সম্পত্তির তথ্য পাওয়ার সাথে সাথে তার নকল দলিল বের করে যাচাই করবেন। ধন্যবাদ

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
আপনার সব থেকে ভাল হয় আপনার আব্বুর খুব ক্লোজ যারা ছিলেন তাদের সাথে কথা বলুন। যেসব জমি তারা বলছে বিক্রি হয়েছে বা যে সব হয়নি সব জমির লিষ্ট করুন। এরপর জমির ম্যপসীট দেখে দাগ নম্বর বের করুন এবং আপনাদের ভূমি অফিসে যোগাযোগ করুন দেখুন ঐসব জমি বর্তমানে কার নামে আছে। ইউনিয়ন ভূমি অফিসে না পেলে উপজেলার বা জেলা ভূমি অফিসে নিশ্চিত পাবেন। 
যদি কোন জমি আপনার পিতার নামে থাকে ঐ জমি অন্য কেউ ব্যবহার করে তাহলে আপনি জমির নকল দলিল বের করে থানায় মামলা করলে আপনার জমি ফিরে পাবেন। 
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ