Call

যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের মধ্যে সবচেয়ে বেশি সম্মানী কার? উত্তর হলো, গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাইয়ের।
গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট তাঁকে গুগলের ‘ক্লাস সি’ শেয়ার হিসাবে মোট ২ লাখ ৭৩ হাজার ৩২৮টি শেয়ার দিয়েছে, যার আর্থিক মূল্য হচ্ছে ১৯ কোটি ৯০ লাখ মার্কিন ডলার। এই সম্মানী তাঁকে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সম্মানী পাওয়া প্রধান নির্বাহী করেছে।
যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে অ্যালফাবেট ইনকরপোরেশনের জমা দেওয়া বিবরণীর বরাত দিয়ে বিবিসি ও নিউইয়র্ক টাইমস এসব তথ্য জানিয়েছে।
গুগলের কাছ থেকে ৩ ফেব্রুয়ারি শেয়ার পাওয়ার দিনে সুন্দর পিচাই ৭৮৬ দশমিক ২৮ ডলার দামে ৩৭৫টি ‘এ ক্লাস’ শেয়ার ও ৭৬৮ দশমিক ৮৪ ডলার দামে ৩ হাজার ৬২৫ ‘সি ক্লাস’ ক্যাপিটাল স্টক বিক্রি করেন।
অ্যালফাবেটের কাছ থেকে এ শেয়ারগুলো পাওয়ার ফলে গুগলের এ যাবৎকালের প্রধান নির্বাহীদের মধ্যে সুন্দর পিচাই সবচেয়ে বেশি সম্মানী পাচ্ছেন। ‘ক্লাস সি’ শেয়ার ২০১৯ সাল পর্যন্ত তিনি প্রান্তিক ইনক্রিমেন্ট হিসেবেও পাবেন। তিনি যদি তত দিন সিইও হিসেবে থাকেন, তবে তত দিনে পিচাইয়ের শেয়ারের মূল্য দাঁড়াবে ৬৫ কোটি ডলারে, যা ভারতীয় রুপির হিসাবে ৪ হাজার ৪৩০ কোটি রুপি।
ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, গুগলের কোনো নির্বাহীকে দেওয়া সর্বোচ্চ পুরস্কার এটি। ২০১৫ সালে ল্যারি পেজের জায়গায় গুগলের দায়িত্ব নেওয়া পিচাইয়ের জন্য গুগলের পক্ষ থেকে প্রথম পুরস্কার। পিচাই ছাড়াও অন্য কর্মকর্তাদের মধ্যে ভি এম ওয়ারের সাবেক প্রধান নির্বাহী ও গুগলের ক্লাউড ব্যবসার প্রধান ডিয়ান গ্রিন পেয়েছেন ৪ কোটি ২৮ লাখ ডলার। অ্যালফাবেটের প্রধান আর্থিক কর্মকর্তা রুথ পোরাট ৩ কোটি ৮৩ লাখ ডলার মূল্যের শেয়ার পেয়েছেন। পিচাইয়ের মতো তাঁরাও যদি দায়িত্ব চালিয়ে যান তবে প্রান্তিক ভিত্তিতে আরও ইনক্রিমেন্ট পাবেন তাঁরা।
বিবিসি জানায়, ২০১৫ সালে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সম্মানী পাওয়া প্রধান নির্বাহীরা হলেন: ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান ম্যাককেসনের জন হ্যামারগ্রিন (১৩ কোটি ডলার), রালফ লরেন ফ্যাশন হাউসের রালফ লরেন (৬ কোটি ৬০ লাখ ডলার), আবাসন প্রতিষ্ঠান ভরনাডো রিয়ালটির মাইকেল ফেসিটেল্লি (৬ কোটি ৪০ লাখ ডলার), জ্বালানি অবকাঠামো নির্মাণ প্রতিষ্ঠান কিনডার মরগানের রিচার্ড কিনডার (৬ কোটি ডলার)।

সুন্দর পিচাই সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন...

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ