শেয়ার করুন বন্ধুর সাথে

মাথা ঘোরা যদি হঠাৎ করে শুরু হয় আর অল্প সময়ের জন্য থাকে, তো এর কারন হলঃ ১· অতিরিক্ত পরিশ্রম ২· অন্তঃকর্ণের রক্তবাহী নালীর অস্বাভাবিকতা ৩· অন্তঃকর্ণের প্রদাহ যদি অনেক উঁচুতে উঠে নিচের দিকে তাকালে অথবা চলন্ত ট্রেন দেখলে বা গাড়ি থেকে প্লাটফর্মের দিকে তাকালে মাথা ঘোরায়, তাহলে এর কারন হলঃ ১· অস্বাভাবিক দৃষ্টিগত সমস্যা মাথা ঘোরা যদি দীর্ঘ সময় থাকে এবং মাঝে মধ্যেই হয়, তাহলে এর সম্ভাব্য কারণ হলঃ ১· মধ্যকানের প্রদাহ ২· মেনিয়ার’স রোগ ৩· অ্যাকোয়াসটিক নিউরোমা (ভেস্টিব্যুলো ককলিয়ার নার্ভের টিউমার)। যদি কানে কোনও সমস্যা না থেকে থাকে, তবে এর কারন হতে পারেঃ ১· বিভিন্ন ওষুধ ২· দুশ্চিন্তা ৩· ঘাড়ে আঘাত মাথা ঘোরার সাথে যদি অজ্ঞান হয়ে যাওয়ার লক্ষণ থাকে, তাহলে এর কারন হিসেবে বলা যেতে পারেঃ ১· মস্তিষ্কের অপর্যাপ্ত রক্ত সরবরাহ ২· হৃদরোগ ৩· ক্যারোটিভ সাইনাস সংবেদনশীলতা এছাড়াও রক্তস্বল্পতা, ডায়াবেটিস, উচ্চরক্তচাপের কারনেও মাথা ঘুরতে পারে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ