আমার বয়স ২৭ বছর। গত তিন মাস যাবৎ আমার গলার বাম পাশে ও ঘাড়ের বাম পাশে ব্যাথা করে। গলায় কুশ কুশ করে। গলার বাম পাশে কোছায়। খেতে অবশ্য সমস্যা হয় না বা ঝাল লাগে না। আমার সাইনাসের ও সমস্যা আছে। নাকের বাম পাশের হাড় বাকা। দুই তিন জন ডাক্তার দেখিয়েছি। গলার এক্স রে ও ব্লাড সহ আরো কয়েক টা টেষ্ট করিয়েছি ওনারা বললেন সব ঠিক আছে। কেউ বলেন এটা সাইনাসের সমস্যা কেউ বলেন এলার্জি। ইদানীং আবার বুকের বাম পাঁজরে ও পেটের বাম পাশে ব্যাথা করে সাথে বাম পায়ের ঘুছিতে ও ব্যাথা করে। এখন আমি আমার এই সমস্যা গুলো নিয়ে খুব সমস্যায়য় আছি। রাতে ঘুম ও হয় না। এখন আমি কি করতে পারি।
শেয়ার করুন বন্ধুর সাথে

ডাক্তারদের কথায় আমি একমত। এখন আপনি ভালো হুজুর এর কাছে একটু পানি পড়া, ঝাড় ফুক এর চিকিৎসা নিতে পারেন। মাওলার কাছে দোয়া করেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ