আপনার বুকের বাম পাশে ব্যাথার জন্য এক্স্রে করে দেখতে পারেন। গ্যাস্টিকের ব্যাথার জন্য উপদেশঃ ১) খাওয়ার সময় ধীরে ধীরে খাবেন। ২) খাওয়ার ভিতরে কোন প্রকা৪ চিন্তা করা যাবে না। ৩) রেস্টুরেন্টে খাওয়া অথবা তৈলাক্ত খাওয়া পরিহার করুন। ৩) খাওয়ার কমপক্ষে ৩০ মিনিট পরে পানি খাবেন এবং ৫) রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

গ্যাসের সমস্যার মূল কারণ হলো তেল । আপনাকে তেল ও ভাজা খাবার কম খেতে হবে । তাহলে গ্যাসের সমস্যা আস্তে আস্তে কমবে ।আপনি ভাবছেন গ্যাসের ঔষধ খেলে গ্যাস সেরে যাবে, গ্যাস সেরে যাবে ঠিকই কিন্তু ঔষুধের প্রভাব পরবর্তীতে দেখা যাবে ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
sohelranakr

Call

আপনার সমস্যাটা জটিল । এক্ষেত্রে আপনাকে একটু বেশিদিন টিপসটি অনুসরন করতে হবে । আপনি প্রতিদিন ৩..৪ বার কালোজিরা,জাউন ও খাঁটি মধু একযোগে ২ মাস খান ।ইনশাআল্লাহ ভালো ফল পাবেন । কিন্তু এ কয়দিন পানি বেশি খাবেন এবং ভাজা পোড়া কম খাবেন ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আপনি বুকের ব্যাথার জন্য Xrey করেন আর এই Xrery এর রির্পোট ভাল কোন বড় ডাক্তার কে দেখান।গ্যাস্ট্রিক এর জন্য আমি আপনাকে একটা পরামর্শ দেব।এইটা যে কেউ অনুসরন করে খুবই ভাল উপকার পাবেন।প্রতিদিন সকালে বাসি পেটে পেপে গাছের ডাল কেটে যে কস জাতীয় রস টুকু পাবেন,তা কোন পাত্রে ঢেলে খেয়ে নিন।খেতে ব্রিশ্রী লাগবে কিন্তু উপকারে ১০০ ভাগ সিওর।এটা প্রমানিত ন্যাচারলি ঔষুধ।এতে কোন সামান্য ক্ষতি নেই।আশা করি ভাল গ্যাসের এর সমস্যা ভালো হবে।[বিদ্রঃকোন প্রকার তৈলাক্ত খাবার খাবেন না।তাহলে বেশি তারাতারি উপকৃত হবেন]

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ