শেয়ার করুন বন্ধুর সাথে
Unknown

Call

আমি যে পদ্ধতি অনুসরণ করে শিখেছি তা হলো যোজনী অনুসারে সব মৌল আলাদা করে ফেলতাম। যেমনঃ একযোজী একসাথে, দ্বিযোজী একসাথে ইত্যাদি। তারপর প্রত্যেক ভাগ নিয়ে একটা ছন্দ বানিয়ে ফেলতাম, একদম নিজের মত করে। উদাহরণ স্বরুপঃ যোজনী ২ বিশিষ্ট মৌলসমূহ হলো Be, O, Mg, Ca, Ni, Zn আর এদের নিয়ে আমার বানানো ছন্দ হলো "বারাক ওবামার মগজ কেবল নিকেল যুক্ত" বারাক = বেরিলিয়াম ওবামা = অক্সিজেন মগজ = ম্যাগনেসিয়াম কেবল = ক্যালসিয়াম নিকেল যুক্ত = জিঙ্ক আশা করি এই পদ্ধতিটা আপনারও কাজে দিবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ