শেয়ার করুন বন্ধুর সাথে
Call

আমরা সত্যিই অনেক বা নানা রকম আজব খবরের মুখোমুখি হয়ে থাকি। এসব আজব খবর শুনে আমরা কখনও বিশ্বাস করি আবার কখনওবা সেগুলোকে উড়িয়ে দেয় মিথ্যা মনে করে। অর্থাৎ এসব খবরকে ‘আজগুবি’ খবর বলেই উড়িয়ে দেয়। কিন্তু আসলে সব সময় কি তাই হয়? সব সময় কি আজগুবিতে পরিণত হয় ওইসব খবরগুলো? এ ঘুমালে মানুষ মারা যেতে পারে! আসলেও কি তাই? নিচের কিছু তথ্য রয়েছে আজ আপনাদের জন্য যা আপনাদের অজানা: # না খেয়ে মরার চেয়ে না ঘুমিয়ে মরা আরও সহজ! # আপনি বেশিদিন নয় মাত্র ১০ দিন না ঘুমালে মারা যেতে পারেন। # আমরা অনেকে ভেবে থাকি যে, ব্রেন দিনে বেশি কার্যকর থাকে কিন্তু সেটি মোটেও সত্য নয়। কারণ আমাদের ব্রেন ঘুমের সময় বেশি কার্যকর থাকে। # ঠোঁটের ছাপ অনেকটা আঙুলের ছাপের মতোই। একজন মানুষের ঠোঁটের ছাপও অন্য আরেক জনের ঠোঁটের ছাপের সঙ্গে কখনও আরেক জনের ঠোঁটের ছাপ মিলবে না। # বুদ্ধিমান ব্যক্তিদের চুলে বেশি তামা ও দস্তা থাকে। # পৃথিবীতে মানুষই একমাত্র হাসতে পারে। যদিও হায়নারাও হাসির মতো শব্দ করে, তবে হাসির মর্ম শুধুমাত্র মানুষই বোঝে। # একজন মানুষের শরীরে ৬৫০টি পেশী রয়েছে। কিছু কিছু কাজে ২০০টি পেশী সক্রিয় হয়। মুখমন্ডলে ৩০টির বেশি পেশী রয়েছে। হাসতে গেলে একজন মানুষের ১৫টিরও বেশি পেশী সক্রিয় হয়। # একস্থান হতে শুরু করে সমগ্র শরীর ঘুরে ওই স্থানে ফিরে আসতে একটি রক্ত কণিকা ১,০০,০০০ কিমি পথ অতিক্রম করে থাকে। অর্থাৎ ২.৫ বার পৃথিবী অতিক্রম করা সম্ভব। # আমাদের মস্তিষ্ক প্রায় ১০,০০০টি বিভিন্ন গন্ধ চিনতে এবং মনে রাখতে সক্ষম। # দেহের সব শিরাকে যদি পাশাপাশি সাজানো যায় তাহলে দেড় একর জমির প্রয়োজন হবে। # একজন মানুষের শরীরে যে পরিমাণ চর্বি রয়েছে তা দিয়ে ৭টি বড় ধরনের কেক তৈরি করা সম্ভব। তথ্যসূত্র: অজানা জ্ঞান (Unknown Knowledge) -এর সৌজন্যে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ