উত্তরটি বিস্তারিত, তাই লিংক দিলাম। এই লিংকে প্রবেশ করুন=> http://jamiatulasad.com/?p=4573 আশা করি যথাযত উত্তর পাবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Unknown

Call

না, এটা জায়েজ নয়। এটি ইসলামি সংস্কৃতি বহির্ভূত তথা অমুসলিমদের (সম্ভবত খ্রিষ্টান) সংস্কৃতি থেকে এসেছে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

সম্পূর্ণ নাজায়েজ। এটা খ্রিস্টান সংস্কৃতি থেকে এসেছে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Abtahy

Call

আপনি জন্মদিনে আপনার বাসায় উৎসব করলে তা নাজায়েয হবে কেন?

বলতে পারেন- রাসুল (সা) তো কখনো তা পালন করেন নি।

উত্তরে বলবো- রাসুল (সা) পালন করলে তো তা শরীয়তের বিধান হয়ে যেতো। এটা তো ইসলামের কোনো অংশ না। আমরাও তো তা মনে করি না। তাহলে তা নিষেধ হবে কেন?

বলতে পারেন- সাহাবারা (রা) কি কখনো পালন করেছেন?

উত্তরে বলিবো- এটাও তো শরীয়তের দলিল হয়ে যাবে। আপনি কি এমন কোনো হাদিস দেখাতে পারবেন- যেখানে জন্মদিন পালন করা যাবে না বলে হাদিস আছে।

হ্যাঁ এই দিনে যদি পর্দা ছাড়া ঘুরেন, তাহলে তো পর্দ লঙ্ঘনের জন্য পাপ।

দিনটা তো নিজে নিজেই পাপ নয়। বরং অন্য কোনো কারণে পাপ। যেমন বলি-

খেলাধুলায় যদি সতর ঢাকা থাকে, বাজি না থাকে ও নামাযের সময় মিস না হয়, নারীর মেলামেশা না থাকে- তবে সেই খেলা কি পাপ হবে?

এই প্রসঙ্গে একটা কথা বলি-

প্রায় সাত বছর আগে মারকাযুদ দাওয়াতে গেছিলাম- মোবাইলে সাপ খেলা গেমস সম্পর্কে মাসালা জানতে।

সেখানের এক ভাই উত্তর দিলেন-সাপ খেলায় তো কোনো ছবি নেই।

তখন আমি শরীয়তের পরিভাষা ব্যবহার করতে চাইলে তিনি বললেন- সর্বত্র শরীয়তের পরিভাষা ব্যবহার করা ঠিক না। এটাকে নিজের মতই রেখে দেওয়া উচিত।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ