আমার বয়স একুশ বছর। ওজন মাত্র ৪৪ কেজি। খুব দ্রুত ওজন বাড়াতে চাই। কীভাবে খুব দ্রুত ওজন বাড়বে?
শেয়ার করুন বন্ধুর সাথে
Markaz

Call

৩ টি খাদ্যাভ্যাস আপনাকে মুটিয়ে তুলতে (weight gain) সাহায্য করবে। ১) রাতে ঠিক ঘুমাতে যাওয়ার আগে খাওয়া(dinner just before sleep)স্বাস্থ্যবান হতে আপনার প্রথম করণীয় হবে রাতের খাবারটা ঠিক ঘুমাতে যাওয়ার আগে খাওয়া। ঘুম আপনার বিপাক প্রক্রিয়া, আপনার রক্তে শর্করার মাত্রা ও আপনার শরীরে হরমোনের পরিমাণ সঠিক রাখে। যা আপনাকে সুস্বাস্থ্য অর্জনে সাহায্য করবে। ২) খাবার একা খেতে না বসে পরিবারের সাথে বসুন(eat with your family)সাধারণভাবে একা খেতে বসলে খাওয়ায় মনোযোগ কম থাকে, তাই যদি স্বাস্থ্যবান হতে চান অন্তত দিনে তিনবার খাওয়ার সময় পরিবারের সবার সাথে খেতে বসুন। স্বাভাবিকভাবেই যখন একসাথে অনেক মানুষ খেতে বসে তখন গল্প আড্ডায় খাওয়ার সময়টুকু উপভোগ্য হয়ে উঠে। আর একই সাথে খাবার গ্রহণের পরিমাণটাও বেড়ে যায়। স্বাস্থ্য অর্জনের জন্য বেশী বেশী খাবার গ্রহণের বিকল্প নেই। ৩) খেতে বসে সাথে অন্যান্য কাজ করা(multi-task during taking meal)খেতে বসে আপনি প্লেটে কতটুকু খাবার অবশিষ্ট থাকল এটা ভেবে সময়নষ্ট না করে বরং আপনার মোবাইলটা নিয়ে ঘাঁটাঘাঁটি করুন, পিসি চালিয়ে কোন মুভি ছেড়ে দিন অথবা কাউকে সামনে বসিয়ে তার সাথে গল্পচালিয়ে যান। কখন আপনি বেশী খেয়ে ফেলবেন বুঝতেই পারবেন না। এই পরামর্শ তাদের জন্য যারা খেতে অপছন্দ করেন কিন্তু একটু ওজন বাড়াতে চান। এই পদ্ধতি আপনার খাওয়ার সময়টি ছোট করে তুলবে।আপনি যদি ওজন বৃদ্ধি (weight) করতে চান তাহলে কফি, কোমল পানীয়, মিষ্টি এই জাতীয় খাবারগুলো একটু মনোযোগ দিয়ে খেতে থাকুন। দেখবেন কয়েক সপ্তাহর মধ্যে আপনার শরীর বেশ খানিকটা ওজন প্রাপ্তি করছে। তবে হ্যাঁ, অতিরিক্ত ওজন কিন্তু ভালো নয় মোটেও। সূত্র: বিস্ময়

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
MST

Call

আপনে প্রথমত আপনার খাবার এর একটি রুটিন তৈরী করেন যাতে আপনে সব সময় তা মেনটেন করে চলতে পারেন এবং পর্যাপ্ত পরিমানে বিশ্রাম করুন ও ভাল একজন ডাক্তারের পরামর্শ গ্রহন করুন।। ধন্যবাদ এমন একটা গুরুত্ব পূর্ণ প্রশ্ন করার জন্য।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

৩টি নিয়ম ফলো করলে আপনি তাড়াতাড়ি স্বাস্থ্যবান হতে পারবেন। ১| রাতে পর্যাপ্ত ঘুমানো। ২| নির্দিষ্ট সময় পেট ভরে খাওয়া। ৩| সঠিক সময়ে গোসল দেওয়া।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ