হিসাবে দেখা যায় সবাই সবার শত্রু।আবার সবাই সবার বন্ধু।পৃথিবীর প্রত্যেকটি মানুষ যেমন এক না তেমনি সবার মন ও এক না।তাই কথাটি অনেকাংশে সঠিক আবার অনেকাংশে বেঠিক।।।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

মানুষে এই কথা টা বলে যখন পর থেকে অবহেলা পায় মায়া কম পায় বিপদে আর কাজে আসেনা তখনি বলে থাকে " পর কোনো দিন আপন হয় না,, আবার তেমনি ভাবে পরের ভালোবাসায় মায়ায় বিশ্বাসে সাহায্য সহযোগীতায় বলে থাকে "আপন থেকে পর ভালো" এই দুটি কথাই আসলে খুব সত্যি কথা মানুষ বিশ্বাসের মধ্যে থাকতে চায় ভালোবাসার মধ্যে থাকতে চায় আসলে বাস্তবতা খুব কঠিন এক জিনিস বিশ্বাস হারালে তা আর খুঁজে পাওয়া যায়না

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ