Unknown

Call

না সম্ভব নয়। একই প্রজাতির ভিন্ন গুনসম্পন্ন প্রাণীর মিলনে বাচ্চা হওয়া সম্ভব, এ পদ্ধতিতে উৎপন্ন বাচ্চাকে সংকর বলে। কিন্ত দুটি ভিন্ন জাত বা প্রজাতির মিলনে বাচ্চা উৎপাদন অসম্ভব, কারন প্রত্যেক জীবেরই আলাদা গুন ও আলাদা সংখ্যক ক্রোমোজোম থাকে। আর এই ক্রোমোজোম এর অর্ধেক মাতা থেকে আর অর্ধেক পিতা থেকে আসে। এখন দুটি আলাদা প্রাণীর মিলন ঘটলে নিষেকের সময় দুইটি ভিন্ন গুনসম্পন্ন আর ভিন্ন সংখ্যক ক্রোমোজোম উপস্থিত হবে। ফলে এই ক্রোমোজোম গুলো বন্ধন ঘটন করতে পারবেনা। আর ক্রোমোজোম বন্ধন ঘটন না করলে কোষ বিভাজন ঘটবে না, আর কোষ বিভাজন না ঘটার মানে হলো সন্তান উৎপাদনের বিন্দুমাত্র সম্ভাবনাও নেই।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
নুর

Call

সম্ভব । যেমন ঘোড়া আর গাধার মিলনের ফলে যে প্রাণী জন্ম নেই তাকে খচ্চর বলে ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ