makahjad

Call

আমাদের কে বুঝতে হবে ইত্তেকাফ কি? পবিত্র কোরআন নাজিলের মাস রমজান। এই মাসের শেষ ১০ দিনের যে কোন বে জোড় রাতে মাখলুকাতের বাজেট গোসনার রাত। আর এ জন্য রাসুল ( স) প্রতোক জুমা মসজিদে ঐ সমাজের বা বাড়াকরা ১ জন লোক শেষ ১০ দিন ইত্তেকাফ করতে বলেন। যা ফরজে কেফায়া। ঐ ব্যক্তি মসজিদে ফরজ ইবাদত ছাড়া ও নফল ইকাদতের মাধ্যমে সময় অতিবাহিত করতে হবে। যাতে দুনিয়াবি কোন কাজ করা চলবেনা। মহিলারা ও ঘরের মাঝে নির্দ্দিষ্ট কামরায় ইত্তেকাফ করতে পারেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ