যাদের সাথে বিয়ে জায়েয মেয়ে এবং ছেলে(বিবাহিত ও অবিবাহিত) , তাদের সাথে প্রয়োজনীয় কথা বার্তা ছাড়া অন্যান্য কথাবার্তা ,মোবাইলে sms আদান প্রদান,internet chat,মোবাইলে কথা বলা, দেখা করা জায়েয কিনা ইসলামের দৃষ্টিতে কুরআন ও হাদিছের আলোকে জানতে চাই, আর যদি পাপ হয় তাহলে মেয়ে এবং ছেলেদের (বিবাহিত ও অবিবাহিত) এই পাপ এর দায়ভার কার উপর পড়বে,তাদের নামাযসহ অন্যান্য ইবাদত হবে কিনা কুরআন ও হাদিছের আলোকে বিস্তুারিত জানতে চাই? এটি বর্তমান সমাজের জন্য খুব জরুরি?
Share with your friends
makahjad

Call

উত্তর টা সহজ, আপনি চিন্তা করলেই বুঝতেন, প্রয়োজনে পর্দার মাধ্যমে কথা বলতে পারেন।বিনা প্রয়োজনে তা হারাম। ১ টা যুবতি নারী ও ১টা যুবক একা পাকাঘরে ২ টা রুমে দরজা বন্দ্ধ করে রাখলে, পুরুষ যুবক দেওয়াল ভেংগে ঐ নারীর কাছে যাওয়ার ক্ষমতা রাখে। আল্ হাদিস।

Talk Doctor Online in Bissoy App