Unknown

Call

আপনি সম্ভবত সোরিয়াসিস (Psoriasis) রোগে আক্রান্ত। সোরিয়াসিস ত্বকের একটি প্রদাহজনিত রোগ। এটি একটি জটিল রোগ। নারী-পুরুষ নির্বিশেষে যে কোনো বয়সীরা এ রোগে আক্তান্ত হতে পারে। সরাসরি সূর্যালোক ও শুষ্ক ত্বক সোরিয়াসিস রোগীর জন্য ক্ষতিকর। তাই সরাসরি রোদে অনেকক্ষণ থাকা যাবে না। ত্বক আর্দ্র রাখতে নিয়মিত অলিভ ওয়েল, নারকেল তেল বা পেট্রোলিয়াম জেলি ব্যবহার করা যায়। রোগের ধরন অনুযায়ী চিকিৎসা দেওয়া হয়ে থাকে, অল্প অংশ আক্রান্ত হলে বিভিন্ন ধরনের ওষুধ ক্রিম, লোশান, জেল ইত্যাদি ব্যবহারের জন্য দেওয়া হয়ে থাকে। বেশি অংশে ছড়িয়ে পড়লে মুখে খাবার ওষুধ, আলট্রাভায়োলেট থেরাপি, বায়োলজিক্যাল থেরাপির মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়। এ রোগ কখনোই পুরোপুরি ভালো হয় না আবার কখনোই জীবনহানির কারণও হয় না। নিয়মিত চিকিৎসা গ্রহণের মাধ্যমে এটিকে নিয়ন্ত্রণ করা যায়। রোগ যত পুরোনো হয়, ততই জটিল হতে থাকে। তাই দ্রুত শনাক্তকরণ ও চিকিৎসার আওতায় আসা জরুরি। আক্রান্ত ব্যক্তিকে আজীবন চিকিৎসা নিতে হয়। তাই নির্দিষ্ট সময় নিয়মিত চেকআপ এবং ওষুধের মাত্রা নির্ধারণ করা প্রয়োজন। এ রোগের ঔষধ হিসেবে সপ্তাহে সর্বোচ্চ দুবার Methotrexate গ্রহণ করা যেতে পারে। দৈনিক ব্যাবহার করলে তা মৃত্যুর কারন পর্যন্ত হতে পারে। তাই সাবধান থাকতে হবে। Adapalene Cream ও ব্যাবহার করতে পারেন তবে আপনার এ্যালার্জি থাকলে ডাক্তারের পরামর্শ নিতে হবে। সর্বোপরি এই রোগের প্রত্যেকটি ঔষধেই বিষাক্ততার সাইড ইফেক্ট রয়েছে তাই অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া এগুলো ব্যাবহার করবেননা। ভুল চিকিৎসায় এই রোগ মারাত্মক রুপ নিতে পারে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ