শেয়ার করুন বন্ধুর সাথে
Call

নাভির নীচে হাত রাখা সুন্নত। ইমাম আবূ হানীফা র. ও ইমাম আহমদ ইবনে হাম্বল র. দুজনেই এটাকে সুন্নত বলেছেন। প্রসঙ্গত উল্লেখ্য যে, ইমাম আহমদ ছিলেন ইমাম শাফেয়ী র. এর ভক্ত ছাত্র। ইমাম শাফেয়ী বুকের নীচে হাত বাঁধাকে উত্তম বলেছেন। কিন্তু এতদসত্ত্বেও ইমাম আহমদ সেই মতকে পরিহার করে নাভির নীচে হাত বাঁধাকে উত্তম আখ্যা দিয়েছেন। তিনি কি হাদীস ছাড়া এটা করেছেন ? তিনি তো হাদীসের হাফেজ ছিলেন। যাহোক, বুকের উপর হাত বাঁধাকে চার ইমামের কেউই সুন্নত বলেননি। নাভির নিচে হাত বাধা সম্পর্কে কতিপয় কয়েকটি হাদিস। দলিলসহ নিচে দেওয়া হলো ১. হযরত ওয়াইল ইবনে হুজর রা. বলেন, ﺭﺃﻳﺖ ﺍﻟﻨﺒﻲ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻭﺿﻊ ﻳﻤﻴﻨﻪ ﻋﻠﻰ ﺷﻤﺎﻟﻪ ﻓﻲ ﺍﻟﺼﻼﺓ ﺗﺤﺖ .ﺓﺮﺴﻟﺍ ﺃﺧﺮﺟﻪ ﺍﺑﻦ ﺃﺑﻲ ﺷﻴﺒﺔ ﻗﺎﻝ: ﺣﺪﺛﻨﺎ ﻭﻛﻴﻊ ﻋﻦ ﻣﻮﺳﻰ ﺑﻦ ﻋﻤﻴﺮ ﻋﻦ ﻋﻠﻘﻤﺔ ﺑﻦ ﻭﺍﺋﻞ ﻋﻦ ﺃﺑﻴﻪ ﻭﺇﺳﻨﺎﺩﻩ .ﺢﻴﺤﺻ ﻗﺎﻝ ﺍﻟﺤﺎﻓﻆ ﻗﺎﺳﻢ ﺑﻦ ﻗﻄﻠﻮﺑﻐﺎ ﻓﻲ ﺗﺨﺮﻳﺞ ﺃﺣﺎﺩﻳﺚ ﺍﻻﺧﺘﻴﺎﺭ ﺷﺮﺡ : ﺭﺎﺘﺨﻤﻟﺍ ﻫﺬﺍ ﺳﻨﺪ ﺟﻴﺪ ﻭﻗﺎﻝ ﺍﻟﺸﻴﺦ ﺃﺑﻮ ﺍﻟﻄﻴﺐ ﺍﻟﺴﻨﺪﻱ ﻓﻲ ﺷﺮﺣﻪ ﻋﻠﻰ ﺍﻟﺘﺮﻣﺬﻱ : ﻫﺬﺍ ﺣﺪﻳﺚ ﻗﻮﻱ ﻣﻦ ﺣﻴﺚ ﺍﻟﺴﻨﺪ ﻭﻗﺎﻝ ﺍﻟﺸﻴﺦ ﻋﺎﺑﺪ ﺍﻟﺴﻨﺪﻱ ﻓﻲ ﻃﻮﺍﻟﻊ ﺍﻷﻧﻮﺍﺭ: ﺭﺟﺎﻟﻪ ﻛﻠﻬﻢ ﺛﻘﺎﺕ ﺃﺛﺒﺎﺕ ﺍﻫـ অর্থ: আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাযে ডান হাত বাম হাতের উপর রেখে নাভির নীচে রাখতে দেখেছি। (মুসান্নাফে ইবনে আবী শায়বা, হাদীস নং-৩৯৫৯)। এর সনদ সহীহ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ