না, ফরয নামাজের ক্ষেত্রে এমন টি করা যাবে না। তবে নফল নামাজের ক্ষেত্রে ৪ রাকাতের পরিবর্তে ২ রাকাত করে পড়া যাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
shahidrand1

Call

ফরয সালাতের শেষ রাকাতে হাত তুলে মুনাজাত করা যাবে। কিন্তু আপনি কিভাবে এটা মসজিদে করবেন ? কারন আমাদের দেশে এই সংস্কৃতি এখনও গড়ে উঠি নাই। তাছাড়া এগুলো করতে হলে প্রচুর জানতে হবে। আপনি হয়তো একটা আমল,সামান্য জেনে করা শুরু করলেন। তারপর দেখলেন,এটা ভুল।কাজেই সহজ হচ্ছে, নফল/তাহাজ্জুদে সালাতে সিজদায় বলুন। তাপর দোয়া কবুলের সময়গুলো বুঝে নিন। যেমন আজানের পর থেকে মসজিদের ফরয সালাত শেষ হবার সাথে সাথেই,সকালে যখন মোরগ ডাকে,ঝড় আসার পূর্ব মুহুর্তে। ইমামের সাথে সম্মিলিত মুনাজাত করবেন না। ফরয সালাত শেষ হবার সাথে সাথেই আয়াতুল কুরষী,বাকারার শেষ ২ আয়াত,সুরা ফালাক,নাস,ইখলাস, সুবহানাল্লাহি ওবেহামদিহি-সুবহানাল্লাহিল আজিম, আস্তাকফেরুল্লাহ হাল্লাযি......., আল্লাহুমা আনতা রাব্বি-লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি........... এই সমস্ত দুয়াগুলো পড়ে মহান আল্লাহর কাছে দোয়া করুন। সালাতের উপর বিভিন্ন বই আছে,সেগুলোতে সব আছে। সহজ চিন্তা করুন,অনেক না জানা পর্যন্ত। না হলে নিজের অজান্তেই শিরক/বিদয়াতে জড়িয়ে পড়বেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
MHR

Call

আপনি ফরজ নামাজে হাত তুলে বিপদ কালিন কুনুতে নাযেলা পরতে পারেন ! এর বাইরে কোন হাত তুলে মুনাজাত করতে পারবেন না !

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ