আমার সাথে একটি মেয়ের রিলেশন চলছে..। আমরা প্রায় সমবয়সি..। আমি জানি মেয়েটি আমাকে ভালোবাসে..। আর মেয়েটি সবসময় বলে যে আমি তার জীবনে প্রথম..। এর আগে তাকে অনেকে প্রোপোজ করলেও সে রাজি হয় নি কারণ সে নাকি তখন থেকেই আমাকে ভালোবাসত..। অবশ্য মেয়েটার আচরণ একেবারে নিখুত..। সন্দেহ করার কোন প্রশ্নই উঠে না..। তবুও পুরোপুরি নিশ্চিত হওয়ার জন্য আপনাদের মতামত জানতে চাই..। আসল প্রশ্নটি হল: আমি তার জীবনে প্রথম কিনা সেটা তাকে জিজ্ঞেস না করে বুঝার কি কোনো পথ/উপায় আছে..। বি:দ্র:: আমাদের দুই জনের বয়সই ১৭বছর..। বয়স একটা বড় ব্যাপার তাই বলে দিলাম..। ধন্যবাদ...।♥♥
শেয়ার করুন বন্ধুর সাথে

ভাই আপনার কথা শুনে আমার মনে হয় ,যে আপনি তার প্রথম ভালবাসা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ