Call

স্বামীর মৃত্যুর পর স্ত্রী চার-মাস দশদিন শোক পালন/প্রকাশ করবে। শুধু মাত্র স্ত্রীর জন্য এ ইদ্দত পালন করা ওয়াজিব। আর এই চার মাস দশ দিন হল মূলত ইসলামী শরীয়তের বিধান এবং বিধবা স্ত্রীর ইদ্দত পালনের মেয়াদ। এ মেয়াদকালে বিধবা স্ত্রী সাজ-সজ্জা পরিহার করবে। সর্বপ্রকার স্বর্ণ-রৌপ্যের অলঙ্কার, প্রত্যেক প্রকার রেশমি কাপড় পরিধান করা, সুগন্ধি দ্রব্য, পারফিউম, পাউডার মেহেদী-সূরমা, সুগন্ধি তেল ইত্যাদি ইদ্দতকালে ব্যবহার করা বিধবার জন্য শরীয়তের দৃষ্টিতে নাজায়েজ। কেননা তা শোক প্রকাশের পরিপন্থি। এ ব্যাপারে পবিত্র হাদীসে পাকে এসেছে- ﻋﻦ ﺍﻡ ﺳﻠﻤﺔ ﺭﺿﻰ ﺍﻟﻠﻪ ﻋﻨﻬﺎ ﻋﻦ ﺍﻟﻨﺒﻰ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻗﺎﻝ ﺍﻟﻤﺘﻮﻓﻰ ﻋﻨﻬﺎ ﺯﻭﺟﻬﺎ ﻻ ﺗﻠﺒﺲ ﺍﻟﻤﻌﺼﻔﺮ ﻣﻦ ﺍﻟﺜﻴﺎﺏ ﻭﻻ ﺍﻟﻤﺸﻘﺔ ﻭﻻ ﺍﻟﺤﻠﻰ ﻭﻻ ﺗﺨﺘﻀﺐُ ﻭﻻ -ُﻞﺤﺘﻜﺗ‏( ﺭﻭﺍﻩ ﺍﺑﻮ )ﻭﺍﻟﻨﺴﺎﺋﻰ ﺩﺍﺅﺩ অর্থাৎ- হযরত উম্মে সালমা রাদ্বিয়াল্লাহু আনহা বর্ণিত রাসূলে পাক সাল্লাল্লাহু তা’আলা আলায়হি ওয়াসাল্লাম এরশাদ করেছেন- যে নারীর স্বামী মৃত্যু বরণ করেছে, সে (ইদ্দতকালে) গোলাপী ও গেরুয়া রংয়ের কাপড় পরিধান করবে না, গহনা বা অলংকার ব্যবহার করবে না। মেহেদী ও সুরমা লাগাবে না। [আবু দাউদ ও নাসাঈ শরীফ] সুতরাং বিধবা স্ত্রী (৪ মাস ১০ দিন) ইদ্দত পালনকালে কোন প্রকার অলংকার ব্যবহার করা ও সাজ্জ-সজ্জা করা নাজায়েজ। আর যদি স্বামীর মৃত্যুকালে স্ত্রী অন্তঃসত্ত্বা হয় তবে সে স্ত্রীর ইদ্দত হলো সন্তান প্রসব করা পর্যন্ত শোক পালন করা ওয়াজিব। তবে ইদ্দতের সময় অতিবাহিত হওয়ার পর বিধবা স্ত্রীর জন্য অলংকার ব্যবহার, সাজ- সজ্জা করা এবং অন্য পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া ইসলামী শরীয়তের বিধান মোতাবেক জায়েজ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ