এ জগতের সমস্ত প্রাণীকূলে একমাত্র মানুষ-ই হচ্ছে পরিপূর্ণ আবেগসম্পন্ন জীব | শুধুমাত্র আবেগ নয় পাশাপাশি মানুষ তার বুদ্ধিমত্তা দিয়েও নিজেকে নিয়ন্ত্রণে সক্ষম | সাধারনত বয়:সন্ধিকালে মানুষ প্রথম নিয়ন্ত্রনহীন আবেগ এর কাছে ধরা দেয় | এইসময় তারা যা ভাবে সেটাকেই সঠিক হিসেবে ধরে নেবার আপ্রাণ চেষ্টা চালায় | যার কারণে দেখা যায় তাদের চেয়ে বয়স্ক কাউকে ভালো লাগা, বা প্রখ্যাত কোনো শিল্পী বা সাহিত্যিক-দের অসাধারণ কাজ দেখে তাদের প্রেমে হাবুডুবু খাওয়া এগুলো কিন্তু স্বাভাবিক ব্যাপার না | বরং আবেগ নিয়ন্ত্রনের পরিপক্কতার অভাবের কারণে এইসময় মানুষ কিছুটা নিয়ন্ত্রনহীন হয়ে পরে যার ফলে কোনো ব্যক্তি বিশেষ বা ব্যক্তিত্বের প্রতি একধরনের ঘোর বা মোহ কাজ করে এবং কাল্পনিক একটা জগত বানিয়ে তার পছন্দের মানুষটিসহ নিজেকে নিয়ে নানারকম কল্পনার জাল বুনতে থাকে এবং ক্ষণে ক্ষণে শিহরিত হয় আর সেখান থেকেই তার প্রথমপ্রেমের জন্ম | যাকে আমরা অবুঝ প্রেমও বলতে পারি | আবার এটাও সত্যি প্রেমের কোনো বয়স নেই, সেটা যেকোনো সময়েই ধরা দিতে পারে | তবে সাধারণ চোখে দেখলে দেখা যায় যে, বয়:সন্ধিকালেই মানুষকে বেশি প্রথমপ্রেমে পড়তে দেখা যায় |

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

কারো প্রতি ভালোলাগা ব্যাপারটা যখন আমরা প্রথম অনুভব করতে শিখি, বিশেষ করে কোন বিপরীত লিঙ্গের প্রতি, তখন সেই ভালোলাগাটা আমাদের মাঝে এতো বেশি উন্মাদনা সৃষ্টি করে বা শিহরণ জাগে তখনকার সেই অনুভূতি, মোহ বা আবেগই প্রেম।আর সেটা প্রথম বলেই তা আমাদের হ্রদয়ে আজীবন জাগরুক থাকে এবং মাঝেমাঝেই উষ্ণ ভালোলাগায় রাঙ্গিয়ে দেয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

ভালোবাসা মানুষের জীবনে একবারই আসে আর প্রেম আসতে পারে হাজার বার!

তাই প্রথম ভালোবাসা যার প্রতি সৃষ্টি হয়, তার প্রতি ভালোবাসা এবং মোহ আজীবন থেকে যায়!

ধন্যবাদ 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ