KanizDIya

Call

# GRE:: Graduate Record Examinations (GRE) হল একটা standardized test যা USA ও English ভাষাভাষী অনেক দেশের graduate schools এর Admission Requirement এর মধ্যে অন্যতম। এই Exam টা ১৯৪৯ সাল থেকে Educational Testing Service (ETS) Conduct করছে। GRE Exam এ ৩ টা Section থাকে। 1. Verbal 2. Quantitative 3. Analytical Writing। পরীক্ষার সময় গ্রাজুয়েশন কমপ্লিট থাকা জরুরী নয়। তবে মাস্টার্স বা ডক্টরেট করতে হলে তাকে অবশ্যই গ্রাজুয়েশন কমপ্লিট করতে হবে। GRE পরীক্ষার ফি ১৮৫ ইউ এস ডলার। VERBAL আর QUANTITATIVE SECTION মিলে ৩৪০ এর মধ্যে মার্কিং হিসেব করা হয় এবং ANALYTICAL WRITING এর মার্কস আলাদা হিসেব করা হয়। তবে হ্যা! ইউনিভার্সিটিতে আবেদন করার সময় আপনার কাছে VERBAL এবং QUANTITATIVE এর আলাদা আলাদা স্কোর জ়ানতে চাওয়া হবে। # GMAT:: GMAT মানে Graduate Management Admission Test। ম্যানেজমেন্ট শব্দটা দিয়ে বুঝতে পারতেছেন যে এটা বিজনেস পড়ার জন্য। যুক্তরাষ্ট্রের সব এমবিএ'র জন্যই এটা লাগে। তবে সম্প্রতি কিছু কিছু স্কুল যেমন স্ট্যানফর্ড, এমআইটি জিআরই এক্সেপ্ট করা শুরু করেছে। জিমেটের টোটাল স্কোর ৮০০। জিমেটের ফি ২৫০ ডলার। পরীক্ষা হয় এআইইউবি বনানী'তে। পরীক্ষার সময় কমবেশী ৪ ঘন্টা। জিমেটে তিনটা সেকশান থাকে। ১। এনালিটিক্যাল রাইটিং এসেসমেন্ট অথবা আমরা যেটাকে Essay বলি সেটা। ২। কোয়ান্টিটেটিভ বা ম্যাথ পার্ট। ৩। ভারবাল বা ইংলিশ। ইংলিশ পার্টে তিন ধরণের প্রশ্ন হয়। সেনটেন্স কারেকশান, রিডিং কমপ্রিহেনশান আর ক্রিটিক্যাল রিজনিং। # IELTS:: এর পূর্ণ রূপ International English Language Testing System. যাঁরা পৃথিবীর বিভিন্ন দেশে পড়াশোনা বা কাজ করতে যেতে চান, ইংরেজি ভাষার ওপর তাঁদের দক্ষতা প্রমাণের জন্য IELTS পরীক্ষা দিতে পারেন। এতে সেখানে তাঁদের গ্রহণযোগ্যতা বাড়ে। যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র, নিউজিল্যান্ডসহ পৃথিবীর আরও অনেক দেশে পড়াশোনা বা কর্মসংস্থানের জন্য যেতে চাইলে আপনার প্রয়োজন হবে IELTS স্কোরের। আগে শুধু ইউরোপের দেশগুলোতে IELTS স্কোর গ্রহণ করা হতো। তবে এখন যুক্তরাষ্ট্রের প্রায় তিন হাজার বিশ্ববিদ্যালয় ও কলেজ এবং কানাডার অনেক বিশ্ববিদ্যালয় IELTS স্কোর গ্রহণ করে থাকে। যে কেউ এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। এর জন্য বয়সের কোনো বাধ্যবাধকতা নেই।IELTS পরীক্ষা দেওয়া যায় Academic ও General Training মডিউলে

Talk Doctor Online in Bissoy App

ভাই, এই সম্পর্কে তো অল্প কথায় বলা সম্ভব নয়। এই জন্য একটু বিস্তারিত পড়া শুনা করা লাগবে আপনার। স্টুডেন্টদের হেল্প করার জন্য আমি বিস্তারিত লেখালেখি করেছি এর উপরে। সেখান থেকে সংক্ষেপে বলি শোনেন- 

আইইএলটিএস
‘আইইএলটিএস’ হচ্ছে ইংরেজি ভাষায় দক্ষতার সনদ, যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। IELTS (The Inteational English Language Testing System) । যাদের মাতৃভাষা ইংরেজি নয় তাদের বিদেশে উচ্চশিক্ষা কিংবা ভিসার আবেদন করতে ভালো আইইএলটিএস স্কোর থাকতে হয়। আইইএলটিএস পরীক্ষাপদ্ধতি দুই ধরনের-‘একাডেমিক’ ও ‘জেনারেল’। উচ্চশিক্ষায় বিদেশে যেতে ইচ্ছুক পরীক্ষার্থীদের ‘একাডেমিক আইইএলটিএস’ টেস্টে অংশ নিতে হয়। যে কেউ এ পরীক্ষায় অংশ নিতে পারে। এ জন্য কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই।

জিআরই
“গ্র্যাজুয়েট রেকর্ড এক্সামিনেশন (Graduate Record Examination)” –কে সংক্ষেপে বলা হয় “জি আর ই (GRE)”। এটি মূলতঃ এডুকেশনাল টেস্টিং সার্ভিস (ETS) –এর একটি রেজিস্টার্ড এডুকেশনাল ব্র্যান্ড, তাই একে লেখা হয় GRE®। আমেরিকার ভালো বিশ্ববিদ্যালয়গুলোতে গ্র্যাজুয়েট প্রোগ্রামে (ব্যাচেলর ডিগ্রির পর এমএস/ পিএইচডি প্রোগ্রাম) ভর্তির জন্য জি আর ই অত্যন্ত জরুরি একটি বিষয়। GRE একটি সম্পূর্ণ কম্পিউটারাইজড পরীক্ষা যা অনেক দেশের অনেক ইউনিভার্সিটিতে (বিশেষ করে উত্তর আমেরিকাতে) গ্র্যাজুয়েট স্টাডি (মাস্টার্স বা পিএইচডি) করার জন্য লাগে। প্রধানত science & arts ব্যকগ্রাউন্ড এর স্টুডেন্টদের এটা লাগে। Commerce ব্যকগ্রাউন্ডের জন্য লাগে GMAT; তবে অনেক বিজনেস স্কুল আজকাল GRE একসেপ্ট করছে। 

জিম্যাট
জিম্যাট (GMAT) এক ধরণের মানদন্ড নির্ধারণকারী পরীক্ষা (Standardized Test). যার পুরো নাম Graduate Management Admission Test. সাধারণ ব্যাবসায়িক প্রশাসন সম্পর্কিত ডিগ্রী (MBA) নিয়ে উচ্চ শিক্ষায় পাড়ি জমাতে চাইলে জিম্যাট দরকার হয়। জিম্যাট পরীক্ষার রেজিস্ট্রেশন প্রক্রিয়া থেকে শুরু করে পরীক্ষা নেওয়া, মানদন্ড নির্ধারণ করা-এ জাতীয় সব কাজই করে থাকে GMAC (Graduate Management Admission Council ).

আমি জানি এই থেকে আপনি বলতে গেলে প্রায় কিছু বুঝতে পারেন নি! আপনি চাইলে অনেক বিস্তারিত পড়তে পারেন এখান থেকেঃ বিদেশে উচ্চশিক্ষা

আশা করি আপনার উপকার হবে। ধন্যবাদ। 

Talk Doctor Online in Bissoy App