Share with your friends
Call

অনার্সে ভর্তি হতে হলে যেমন এইচ এস সি দিতে হয়, আমেরিকাতে মাস্টার্স বা পিএইচডি করার জন্য তেমনি এই পরীক্ষাটা দিতে হয়। শুধু বাংলাদেশী না, আমেরিকানদেরকেও এটা দিয়েই মাস্টার্স-পিএইচডি তে ঢুকতে হয়। বিজনেস স্কুলে ঢুকতে হলে GMAT, আর অন্য সকল জায়গায় GRE লাগে। আগের সিস্টেমের GRE তে মিনিমাম ১১৫০, নতুন রিভাইজড GRE তে ৩০০ এর ওপরে পাওয়া দরকার। GRE = Graduate Record Examination, একটি সম্পূর্ণ কম্পিউটারাইজড পরীক্ষা যা অনেক দেশের অনেক ইউনিভার্সিটিতে (বিশেষ করে উত্তর আমেরিকাতে) গ্র্যাজুয়েট স্টাডি (মাস্টার্স বা পিএইচডি) করার জন্য লাগে। প্রধানত science & arts ব্যকগ্রাউন্ড এর স্টুডেন্টদের এটা লাগে। Commerce ব্যকগ্রাউন্ডের জন্য লাগে GMAT; তবে অনেক বিজনেস স্কুল আজকাল GRE একসেপ্ট করছে।

Talk Doctor Online in Bissoy App

বিজনেস ব্যাকগ্রাউন্ড স্টুডেন্টদের জন্য অবশ্যই জিম্যাট বেস্ট। কারণ আপনি যদি বিদেশে উচ্চশিক্ষার জন্য যেতে চান এবং সেখানে গিয়ে বিজনেস রিলেটেড পড়াশুনা যেমন MBA বা MBM ইত্যাদি করতে চান, তাহলে বেশির ইউনিভার্সিটি চাইবে আপনি জিম্যাট পরিক্ষা দিয়ে আসুন। তবে আপনি যদি স্পেশাল ভাবে ফাইন্যান্স রিলেটেড ফিল্ডে পড়াশুনা করতে চান, তাহলে আপনার জন্য জিআরই দেওয়াটা উত্তম। আরও বিস্তারিত জানুনঃ বিদেশে উচ্চশিক্ষা

Talk Doctor Online in Bissoy App