গর্ভধারণের নিয়ামক ছাড়া মাসিকের রক্ত বের হওয়ার কোন প্রয়োজন নেই কারন মাসিকের রক্তটা দুষিত এই জন্য যে তাতে অনেক মরা কোষ, আর মরা ডিম্বাণু থাকে আর এগুলো মরা বিধায় সেখানে ব্যাকটেরিয়া ও জন্ম নেয়। যদি রক্তটা গর্ভধারণের নিয়ামক ছাড়া হয় তাহলে এগুলো কিছুই থাকবে না এমনকি ঔই রক্তটাও আসবেনা কারন রক্তের দুষিত অংশ পরিষ্কারের দায়ত্ব জননাঙ্গেরর নয় বরং এটা প্রধানত কিডনির কাজ। কাজেই ওই রক্ত দুষিত হওয়া এবং বের হয়ে আসে শুধু মাত্র গর্ভধারণের নিয়ামক হিসেবেই।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ