পিলের পাশ্বপ্রতিক্রিয়া, *. বমি বমি ভাব। *. মাথাব্যথা। *. ব্রেস্টে ব্যথা। *. ওজন বৃদ্ধি। *. পিরিয়ড বন্ধ হয়ে যাওয়া। *. পিরিয়ডবিহীন ব্লিডিং। *. বিষণ্নতা বা ডিপ্রেশন। *. টেনশন। *. সেক্সুয়াল আগ্রহ কমে যাওয়া। বিশেষ কিছু ঝুঁকি যেসব মহিলার রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেশি, যাদের ডায়াবেটিস, হাইপারটেনশন আছে এবং যারা কিছুটা স্থুলকায়, তাদের ক্ষেত্রে খাবার পিল স্ট্রোকের ঝুঁকি বাড়াতে পারে। প্রমাণিত না হলেও ধারণা করা হয়, ব্রেস্ট ক্যান্সার কিংবা জরায়ু মুখের ক্যান্সার সৃষ্টিতে পিলের পরোক্ষ ভূমিকা রয়েছে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

পিল ব্যাবহার করলে কিছু কিছু সমস্যা হতে পারে যেমন, রক্তজমাট. তবে এটি সচরাচর দেখা যায়না। তবে পিল ব্যবহারের খারাপ দিকের চেয়ে ভালো দিক বেশি। যেসকল পার্শপ্রতিক্রিয়া  দেখা দিতে পারে সেগুলো হল, স্তন নরম অনুভূত হওয়া, মাথা ব্যথা,খিটখিটে মেজাজ, যৌন  মিলনের প্রতি আগ্রহ বাড়তে বা কমতে পারে,শরীরে পানি জমে যাওয়া, বমি বমি ভাব এবং রক্তচাপে পরিবর্তন। তবে এই সমস্যা যদি কয়েক মাসের মাঝে ঠিক না হয় তবে পিল পরিবর্তন করতে হবে। তবে পিল খেলে ওজন বাড়ে এমন কোন  প্রমান পাওয়া যায়নি। যদি পিল খাওয়ার পর সমস্যাগুলো প্রকট রুপ ধারন করে তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ