শেয়ার করুন বন্ধুর সাথে
manik

Call

বুড়িগঙ্গা নদীর অপর পারে অবস্থিত কেরানীগঞ্জ থানা।কেরানিগঞ্জের একটি জায়গার নাম হচ্ছে জিঞ্জিরা।এই জিঞ্জিরাতে গড়ে উঠেছে অনেক ছোট ও মাঝারি মানের শিল্প যেখানে অনেক ছোট কিন্তু দরকারি জিনিস তৈরি করা হয়।ধরুন আপনি একটি মেশিন কিনেছেন বিদেশ থেকে বা দেশের বাজার থেকে কিন্তু আর খুচরা যন্ত্রাংশ সুলভ নয় বা বিদেশ থেকে আনতে হবে , যেটা অনেক সময় সাপেক্ষ এবং ব্যয় বহুল। চিন্তা নেই জিঞ্জিরা আছে না ওখানের স্বশিক্ষিত টেকনিশিয়ানদের দেখান হুবহু আরেকটি তৈরি করে দেবে।বিদেশ থেকে আমদানিকৃত অনেক ব্র্যান্ডের জিনিস জিঞ্জিরায় তৈরি হয় যেটা আউটলুক এতই সাদৃশ্যেপূর্ণ যে দেখলে মনে হবে একদম আসল।আসলে নকল জিনিস তৈরি করার আদর্শ একটি জায়গা এবং জ্ঞান সম্পন্ন মানুষ এখানে র‍্যেছে।তাই কোন নকল জিনিস দেখলে সবাই বলে মেইড ইন জিঞ্জিরা। এই জিঞ্জিরাতে সরকার যদি একটু আর্থিক সহযোগিতা এবং কাঁচামাল দিয়ে সহায়তা করত তবে বাংলাদেশের অনেক মান সম্পন্ন জিনিস স্বল্প দামে উৎপন্ন হত যা রপ্তানি করে দেশ লাভবান হতে পারত। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সরকার সাহায্য তো করেই না বরং পদে পদে হয়রানির শিকার হতে হয় এখানকার মানুষগুলোর। এখানে অনেক দক্ষ লোক আছে যারা সহযোগিতা পেলে হেলিকপ্টার বা হেভি মেশিনারি তৈরি করতে পারবে যা আমদানি করতে সরকারকে বিপুল পরিমানে বৈদেশিক মুদ্রা ব্যয় করতে হয়।