shohanrand1

Call

সান বার্নের কারণে দুই একটি ছোট আকারের ফুসকুরি যদি হয়ও তাহলে সমাধান হতে হবে। বাসায় বসেই শরীরের যত্ন নিতে হবে। কিন্তু যদি শরীরে ২০শতাংশের বেশি জায়গায় এ সমস্যা দেখা দেয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। ★★এলোবেরার জেল ও রস সান বার্ন থেকে ত্বককে রক্ষা করতে পারে এটি যথেষ্ট করযকরও ।এছাড়া এটি এন্টি ব্যাকটেরিয়ালও ★★।সাবানের পরিবর্তে সামান্য পরিমাণের বেকিং সোডার পানি আপনি গোসলে ব্যবহার করবেন। এটা ত্বক ঠান্ডা করতে এবং ত্বকের আদ্রতা ধরে রাখতে সাহায্য করবে। ★★যাদের ত্বকে সানবার্ন আছে, তারা এটি থেকে পরিত্রাণ পেতে কাঠ বাদাম তেল ব্যবহার করতে পারেন। ৫। কাঠ বাদাম তেল খুব তাড়াতাড়ি শরীর ... কাঠ বাদাম তেল হল প্রাকৃতিক ময়েশচারাইজার। ★★কাঁচা দুধে একটি পরিষ্কার কাপড় ভিজিয়ে তা ত্বকে দিয়ে ত্বক মুছে নিন। ১০-১৫ মিনিট পরে পানি দিয়ে ত্বক ধুয়ে ফেলুন । সপ্তাহে ৩ বার এটি প্রয়োগ করুন, এতে ত্বকের তামাটে ভাব ও সানবার্ন দূর হবে । ★★এছাড়া বিভিন্ন প্যাকে মধু ও নিম পাতা ব্যবহার করুন। রোদ থেকে এসে হালকা বরফ ঘষে নিতে পারেন।

Talk Doctor Online in Bissoy App