যেকোন রাসায়নিক পদার্থে পার্শ্বপ্রতিক্রয়া থাকবেই। তাই, অবাঞ্চিত কালো দাগ দূর করার জন্য ঘরে বসেই তৈরি করতে পারেন মাস্ক । উপকরণঃ আধা চা চামচ লবণ । ১/৩ কাপ গোলাপ জল । ১/৩ কাপ জনসন বেবি পাউডার। পদ্ধতিঃ উপরের সব উপকরণ একসাথে মিশিয়ে নিন।যতক্ষণ নরম একটি মিশ্রণ না হয়। তারপর এটি কালো দাগে লাগিয়ে ৩০ মিনিট রাখুন।এরপর ধুয়ে ফেলুন আর ভালো ফলাফল দেখুন প্রথম বার ব্যবহারেই ।এটি প্রতিবার ওয়াক্সিং এর পর পরই আপনার দাগে লাগাবেন । আরেকটি পদ্ধতি হলো লেবুর রসঃ এটি একটি খুবই উপকারী পদ্ধতি। গোসলের আগে লেবু কেটে কালো দাগে ঘষতে হবে ।লেবু ন্যাচারাল বা প্রাকৃতিক ব্লিচিং হিসেবে কাজ করে।গোসলের পর ত্বক নরম করার জন্য ময়েশ্চারাইজিং ক্রীম লাগান । আলু এবং শসা : আলু প্রাকৃতিক ব্লিচিং হিসেবে কাজ করে । আলু পাতলা করে কেটে কালো দাগের উপর ঘষতে পারেন বা আলুর রস বের করেও লাগাতে পারেন । ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।একইভাবে শশা ব্যবহার করতে পারেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ