Call

এই প্রশ্নটি অনুসরন করুন http://ans.bissoy.com/131882

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
XavierRiad

Call

ব্রণ পাকার আগে যদি টিপাটিপি করেন।তাহলে ব্রন আরো বেশী উঠবে।আর যখন ব্রন পাঁকবে তখন পুজ বের করবেন,শুকনা পরিষ্কার কাপড় অথবা টিস্যু দিয়ে।আর হালকা কালো দাগ হবেই।তা কিছু দিন পর আপনা আপনি চলে যাবে।আর ব্রন এর জন্য টেনশন করবেন না।সময় হলে ব্রন অটোমেটিক চলে যাবে।ধন্যবাদ

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
HarryPotter

Call

ব্রণের কাল দাগ দূর করবার কৌশল ব্রণের পুরানো কালো দাগ দূর করতে চাইলে লেবুর রস দাগের স্থান গুলোতে লাগিয়ে নিন রাতে শোবার আগে। সকালে ধুয়ে ফেলুন পানি দিয়ে। কয়েকদিন ব্যবহারেই দাগ দূরীভূত হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
theViper

Call

ব্রণের দাগ দূর করতে ভেষজ পদ্ধতি::... কমলা লেবুর খোসা শুকিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিন। মসুরির ডাল আর চাল ভিজিয়ে ভালো করে পিষে নিন। ওই পেস্টের মধ্যে চন্দন পাউডার, মুলতানি মাটি, কমলালেবুর খোসার গুঁড়ো মিশিয়ে ভালো করে মিলিয়ে নিন। এই মিশ্রণের মধ্যে দুই চামচ দুধও মিশিয়ে নিতে পারেন। মুখে লাগিয়ে কিছুক্ষণ রাখার পর ধুয়ে নিন। এই প্যাকটা নিয়মিত মুখে লাগান। ত্বকের জেল্লা বাড়বে। ব্রণের দাগও দূর হয়ে যাবে। ...::ব্রণ দূর করবে নিম::... চার-পাঁচটা নিম পাতা ভালো করে ধুয়ে পিষে নিন। এর মধ্যে এক চামচ মুলতানি মাটি, অল্প গোলাপ জল মিশিয়ে প্যাক তৈরি করুন। প্যাকটা যদি গাঢ় হয়ে যায় তাহলে এর মধ্যে গোলাপ জল মিশিয়ে নিন। মুখে লাগিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিন। প্যাকটা মুখে শুকিয়ে গেলে হালকা পানি দিয়ে মুখটা ধুয়ে ফেলুন।  ধন্যবাদ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ