shohanrand1

Call

এর প্রথম ও প্রধাণ কারণ হল চ্যানেল গুলোর অব্যাবস্থাপনা ও দর্শক চাহিদার প্রতি অমনযোগ। ভারতীয় চ্যানেলগুলোর খুব ভালো একটা বিষয় আমি লক্ষ্য করেছি সেটা হল, বেকটি অনুষ্ঠান মেষ হওয়ার পর কোন রকম বিজ্ঞাপন বিরতি ছাড়াই পরের অনুষ্ঠানটি আরম্ভ করে দেওয়া হয়। আর, অনুষ্ঠানের মাঝে বিজ্ঞাপন বিরতিটা তুলনামূলক ভাবে আমাদের দেশীয় চ্যানেলগুলোর তুলনায় অর্ধেক। লম্বা বিজ্ঞাপন বিরতিতে বিরক্ত দর্শক চ্যানেল পাল্টে অন্য চ্যানেলে যাওয়ার কিছুক্ষণ পর ভুলে যায় আগের কোন চ্যানেলে অনুষ্ঠানটি দেখাচ্ছিল। এতে করে ধীরে ধীরে সিরিজ নাটক সহ অন্যান্য অনুষ্ঠানও দেখা ছেড়ে দিয়েছে দর্শকরা এবং ঝুঁকেছে ভারতীয় চ্যানেলের প্রতি। অথচ, এসব দর্শকও অস্বীকার করেন না যে. ভারতীয় সিরিয়াল গুলোর গল্পের তুলনায় বাংলাদেশি নাটকগুলোর গল্প অনেক ভাল ও বাস্তব সম্মত ভাবে পরিবেশিত। শুধু, অতিরিক্ত বিজ্ঞাপন প্রীতিই দেশীয় টিভি চ্যারোলগুলোকে হারিয়ে দিচ্ছে ভারতীয় চ্যানেলগুলোর কাছে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ