MituShaleh

Call

র কেন দিচ্ছেন সে দিক মাথায় বিবেচনা করে মার দেওয়া উচিত । অনেক অভিভাবক ও টিচার আছেন যারা মারা শুরু করলে উল্টোপাল্টা মারতেই থাকেন অথচ সে কি দোষ করেছে এবং সে অনুযায়ী কতটুকু মার দেওয়া উচিত তা অনেকেই বুঝতে পারেন না । ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটে যায় । চরম বেয়াদবি বা অন্যায় করলে বাচ্চাকে প্রহার করে বুঝিয়ে দিতে হবে যে, এটি পরিবারে ও সমাজে গ্রহণযোগ্য নয়। আর এর সাথে এটিও বুঝাতে হবে যে, প্রয়োজনে বাবা-মা কঠোর হতে পারেন। তবে প্রহার কখনো যেন বাচ্চার শরীরের ক্ষতি না করে সেটা অবশ্যই দেখতে হবে। অতিরিক্ত আহ্লাদ বা প্রশ্রয় সন্তানকে কোন উপকার করে না। কিন্তু শাসন ও স্নেহের একটি পারফেক্ট ব্লেন্ডই পারে সন্তানকে সঠিকভাবে গড়ে তুলতে।শাসনে প্রহার একটি 'এক্সট্রিম মেজার' - কিন্তু ক্ষেত্র বিবেচনায় একটি 'নিডফুল এক্সট্রিম মেজার'।"

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ