শেয়ার করুন বন্ধুর সাথে
Call

মানুষের বয়স বাড়ার সাথে সাথে মস্তিষ্কের ভিতরের স্নায়ু কোষের সংখ্যা কমতে থাকে। জন্ম গ্রহনের সময় এই কোষের সংখ্যা প্রায় ১০০ বিলিয়ন থাকে। কিন্তু ২০ বছর বয়স থেকেই এ সংখ্যা কমতে থাকে। ৪০ বছর বয়সের পর থেকে এই কোষ প্রতিদিন ১০ হাজার করে কমে যায়। যার ফলে ৪০ বছরের পর থেকে মেমরি বা স্মৃতি ও সমন্বয়ের সক্ষমতা দুর্বল হতে থাকে। এছাড়াও মানুষের খাদ্যনালী বা … ৫৫ বছর বয়স থেকে দূর্বল হতে শুরু করে। স্বাস্থ্যকর খাদ্যনালী খারাপ ও উপকারী ভাইরাসের মধ্যে সুষ্ঠু সমন্বয় করতে পারে। কিন্তু ৫৫ বছর বয়সের পর থেকে উন্টেসটিনালে থাকা উপকারী ভাইরাসের সংখ্যা ব্যাপক হারে কমে যেতে থাকে। এর ফলে মানুষের হজমের দক্ষতা হ্রাস পায় এবং উন্টেসটিনালে সহজে রোগে আক্রান্ত হয়। মূত্রথলি ৬৫ বছর থেকে দূর্বল হতে শুরু করে। যখন কারো বয়স ৬৫ বছরের বেশি হয়, তখন তার মূত্রথলি নিয়ন্ত্রণের সক্ষমতা দূর্বল হয়ে নানা সমস্যার সম্মুখীন হয়। এই সময় মূত্রথলি সঙ্কুচিত হতে থাকে। যার ফলে ঘন ঘন টয়লেটে যাওয়ার প্রবণতা তৈরী হয়। তাছাড়া এই সময় মূত্রথলি সহজে রোগাক্রান্ত আক্রান্ত হয়ে পড়ে। আমাদের ফুসফুস ২০ বছর বয়স থেকেই বুড়িয়ে যেতে থাকে। ৩০ বছরের একজন সাধারণ পুরুষ প্রতিবার নিঃশ্বাসের সাথে ৯৪৬ মিনিলিটার বাতাস গ্রহণ করতে পারে। কিন্তু ৭০ বছর বয়সে এর পরিমাণ কমে ৪৭৩ মিলিলিটারে দাঁড়ায়। মানুষের কণ্ঠনালী ৬৫ বছর বয়স থেকে পরিবর্তন হতে শুরু করে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের কণ্ঠ হালকা ও পাতলা হয়ে যায়। নারীদের কণ্ঠ দিন দিন কর্কশ হয়ে ওঠে এবং পুরুষের কণ্ঠ আরও দুর্বল হয়ে যায়। চোখের সক্ষমতা ৪০ বছর বয়স থেকেই কমে যেতে থাকে। এ সময় থেকে চশমার ব্যবহার একটি সাধারণ প্রবণতা হয়ে ওঠে। বয়সের কারণে চোখের পাশের প্রয়োজনীয় পেশীগুলো দূর্বল হয়ে যায়। আপনি জানেন কি যে, আপনার হার্ট বা হৃদয় ৪০ বছর বয়স থেকেই বুড়িয়ে যেতে থাকে। এ সময় থেকে আমাদের হৃদয়ের শরীরে প্রয়োজনী রক্ত সঞ্চালনের সক্ষমতা ক্রমাগত হ্রাস পেতে থাকে। ফলে ৪৫ বছর বয়সী পুরুষ ও ৫৫ বছর বয়সী নারীদের হৃদরোগে আক্রান্ত হওয়ার হার অনেক বেড়ে যায়। সাধারণত যকৃত খুব শক্তিশালী থাকে। তাই যকৃত ৭০ বছর বয়স থেকে বুড়িয়ে যেতে থাকে। বৃটেনের রয়াল হাস্পাতালের চিকিৎসক ডেভিড বলেন, যকৃতের কোষ দ্রুত নবায়ন করতে পারে। যকৃতের কিছুটা কেটে দেয়া হলে তিন মাস পর তা আবার পুরো হয়ে যাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
SohagRaha

Call

শারিরীক এবং মানষিক উভয় পরিবর্তন সাধিত হয় ৷ যদি কিনা আপনি অন্য মানুষের মতন স্বাভাবিক হোন ৷

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
NahidAkib

Call

বয়স বাড়ার সাথে সাথে মানুষের মানসিকতা, সৃতিবিদ্যা লোপ পায়, মাথার চুল পড়ে যাওয়া,শরিরের চামড়ার ছাপ পড়ে।কাজ করার সামর্থ্য হারিয়ে ফেলে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
AjimulIslam

Call

দৃষ্টিভঙ্গি আর চিন্তাশক্তির লেভেল বাড়ে... জেগে জেগে ঘুমানোর প্রবণতা বাড়ে... স্থিতিজড়তা বাড়তে থাকে... শুন্যতা বাড়ে... মৃত্যুভয় বাড়তে থাকে... কল্পনাশক্তি কমতে থাকে... নিজের উপর নিয়ন্ত্রণ কমতে থাকে... ঝুকি নেয়ার প্রবণতা কমতে থাকে... আর কিছু এই মুহূর্তে মাথায় আসতেছে না...ভাল থাকবেন...

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ