অনেকে মনে করেন যে বিয়ের সময়ে অবশ্যই পাত্রপাত্রীর বয়সের পার্থক্য রাখা উচিত। বিভিন্ন গবেষণা বা অভিজ্ঞতা থেকে দেখা গেছে, সমবয়সীদের ক্ষেত্রে নানা ধরনের ঝামেলা তৈরি হয় এজন্য অভিভাবকরা সবসময় চেয়ে থাকেন যে তাদের সন্তানদের বিয়ে কিছুটা বয়সের পার্থক্য রেখেই দিতে। আবার জীবনের অভিজ্ঞতা আমাদের এটিও দেখিয়েছে যে বয়সের পার্থক্য থাকা সত্ত্বেও সংসারে বিভিন্ন অশান্তি লেগেই থাকে। সবচেয়ে বড় বিষয় হল যদি মানসিক বোঝাপড়াটা দুজনার মাঝে ঠিক থাকে তাহলে বয়স আসলে কোনো কাজেই আসে না। পৃথিবীতে এমন বিয়ের নজির হাজার হাজার রয়েছে যেখানে স্বামীর চেয়ে স্ত্রী বয়সে বড় অথচ তাদের সাংসারিক সুখ অসীম। তাই দুটি মানব সত্তার বিয়ের ক্ষেত্রে প্রথমত বিচার করা উচিত তাদের মানসিক বোঝাপড়ার বিষয়টি। এক্ষেত্রে দুজন দুজনকে অবশ্যই সম্মান করতে হবে, প্রকৃত ভালোবাসতে হবে। তাহলেই দুজন বয়সকে ছাপিয়ে সাংসারিক জীবনে সুখী হতে পারবেন। যদি মনের মিল থাকে, তাহলে সেখানে বয়স কিছুনা। আপনার উজ্জ্বল ভবিষ্যত কামনা করি। ধন্যবাদ ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ