শেয়ার করুন বন্ধুর সাথে
Call

বৈজ্ঞানিক ভাবে প্রমানিত সত্য যে দশ হাজার বছরের অনেক পুর্বেও এই পৃথিবীতে যেমন চীন, অস্ট্রেলিয়া, আফ্রিকা, ভারত, দক্ষিন আমেরিকা, পর্তুগাল, স্পেন, ফ্রান্সে মানুষ বসবাস করত। ফ্রান্সের গুহায় আবিস্কৃত "বাইসন" এর পেইন্টিং এর কথা আমরা জানি যা ৩২০০০ বছর আগে মানুষ এঁকেছিল। Bison বর্তমান প্রজন্মের মানুষের (Homo sapiens sapiens) ৪০ হাজার থেকে দুই লক্ষ বছরের পুরনো ফসিল অস্ট্রলিয়া, আফ্রিকা ও চীনে আবিস্কৃত হয়েছে। চীনের বর্তমান মানুষদের পুর্বপুরুষরা(Homo erectus) Homo erectus যারা আফ্রিকা থেকে চীনে পৌঁছেছিল তাদের ও অন্য জনগোষ্ঠি (যারা বর্তমানে মধ্য এশিয়া, ইউরোপ ও আফ্রিকায় বসবাস করেন) তাদের চোয়ালের হাড়ের গঠন পরিবর্তন প্রক্রিয়ায় সময় লেগেছিল ১.৭ মিলিয়ন বছর।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ