শেয়ার করুন বন্ধুর সাথে
Call

স্মার্টনেস কত প্রকার ও কি কি হতে পারে---- ১। পোশাকে ২। ব্যবহারে ৩। চলনে বলনে কথায় ৪। কাজে ৫। শিক্ষা পোশাকের ক্ষেত্রে যদি বলি তাহলে শুধু সুটেড বুটেড হলেই কি কেউ স্মার্ট হয়ে যায়? কিংবা দামি কাপড় পরলে? এখানে নিজের রুচি মননশীলতা আর সর্বোপরি পোশাকটা পরে নিজেকে স্বাচ্ছন্দ বোধ করাটাও গুরুত্বপূর্ণ। স্থান কাল পাত্র বিশেষে পোশাক পরাটাও কিন্তু এক ধরনের স্মার্টনেস। এক্ষেত্রে আপনার সাথে আমি একমত কমন সেন্সটা আসলেই খুব জরুরি। কথায় বলে ব্যবহারে বংশের পরিচয়। আসলে মার্জিত ব্যবহার একজন মানুষকে অন্যের কাছে যতটা আকর্ষণীয় করে তুলতে পারে অন্য কিছু দিয়ে সেটা সম্ভব না। কথায় এবং কাজে যে এক হতে পারেনা তাকে আর যাই হোক স্মার্ট বলা চলে না। নিজের মেধাকে যে সেবায় রূপান্তরিত করতে পারে নিজের শিক্ষাকে যে যথার্থভাবে কাজে লাগাতে পারে আমার কাছে সেই হল স্মার্ট।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ