Call

ছবি দেয়ার সাথে সাথে সেটা সার্চ রেজাল্টে পাওয়া যায় না। গুগল বট সাইটে এসে ক্রাওল করে আপনার ছবিটি তাদের সার্ভারে রাখবে। তারপর আপনার ছবিটি রেজাল্টে দেখাবে। এই ক্রাওল কয়েক সেকেন্ড থেকে মাস খানেক পর্যন্ত সময় নিতে পারে। তবে আপনি যে লিংকে ছবিটি দিয়েছেন তা কতজন মানুষ দেখছে তার উপর নিভর করে গুগল বট ক্রাওল করে। এজন্য বেশী বেশী প্রশ্ন ও উত্তর করুন। আশা করি খুব দ্রুত গুগল এ সার্চ করলে আপনার বর্তমান ছবিটি পাওয়া যাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ