শেয়ার করুন বন্ধুর সাথে
Call

একটি ট্রান্সফর্মার এর মুখ্যকুন্ডলী ও গৌণকুন্ডলীর ভোল্টেজ যথাক্রমে 200 V এবং 50 V. মুখ্যকুন্ডলীর তড়িৎপ্রবাহ 5 A হলে, গাণিতিকভাবে প্রমাণ কর যে, " ট্রান্সফর্মার এ ক্ষমতা ধ্রুব থাকে"। 


এখানে,

Ep= 220 V

Ip= 5 A

Es= 50 V

Is =? 


আমরা জানি,

Ep/Es=Is/Ip

বা, EsIs=EpIp

বা, Is=(EpIp)/Es

বা, Is=(220*5)/50

বা, Is=1100/5

বা, Is=22 A


মুখ্যকুন্ডলীর মোট ক্ষমতা, Pp=EpIp=220*5=1100 W

গৌণকুন্ডলীর মোট ক্ষমতা, Ps=EsIs=50*22=1100 W


অতএব, উপরের গাণিতিক বিশ্লেষণ হতে বলা যায় যে, মুখ্যকুন্ডলীর মোট ক্ষমতা ও গৌণকুন্ডলীর  মোট ক্ষমতা সমান। অর্থাৎ, ট্রান্সফর্মার ক্ষমতা ধ্রুব রাখে।  

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Arman

Call

নিচের ছবিতে সমাধান দেওয়া হলimage

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ