ফেসবুকের নীতি বা রুলসের বাইরে যায়-এমন কিছু কাজ করার অপরাধে আপনার আইডিটাকে ফেসবুক অথরিটি ডিএক্টিভেটেড করে দিয়েছে। 

এক্ষেত্রে আপনি প্রথমে আপনার আইডিতে প্রবেশ করুন। তারপর যখন "You can't use Facebook right now" পেজটি আসবে, তখন নিচে "Ok" ক্লিক না করে শুধু পেজটির একটি স্ক্রিনশর্ট নিন। তারপর বেরিয়ে আসুন।
তারপর গুগলে যান। সেখানে গিয়ে "Report a login Issue" লিখে  সার্চ দিন। 
প্রথমেই  যে ফেসবুকের এড্রেসটি থাকবে, সেখানে প্রবেশ করুন।
তারপর "Email" এর জায়গায় আপনার ইমেইল এড্রেস দিন, তারপর "Description"এর জায়গায় আপনার আইডিটা কেন ফিরে পাওয়া প্রয়োজন তা লিখুন।যেমন, "Hello sir, when I open my account,it shows me"You can't use Facebook right now" to me. Please sir, this is my very important account. I don't know what I have done wrong with this account. If I have done by any mistake, I think it was an accident. Please sir, forgive me, I am apologized"
তারপর ফটোর জায়গায় স্ক্রিনশর্টটা দিন।
তারপর "Send" করুন।
কয়েকদিন অপেক্ষা করুন। আবার কয়েক ঘন্টাও লাগতে পারে। ফেসবুক চাইলে আপনার আইডিকে ফিরিয়ে দিতে পারে।  ‌‌‌‌

image


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ