আমি ssc mcq তে সেট কোড লিখেছি  কি না আমার সঠিক মনে নেই যদি না লিখে থাকি  আমার কি ফেল আসবে ?
Share with your friends
Sujoyroy

Call

সেট কোড না লিখলে সমস্যা হতে পারে। কারণ সেট কোড যদি না থাকে তাহলে যে খাতা দেখবে সে কীভাবে বুঝবে যে এইটা কোন সেটের Mcq । তাই এইটার রেজাল্ট আসবে না। আপনি এখোন এই চিন্তা বাদ দেন। বাকি গুলো মন দিয়ে পরীক্ষা দিন। আর সৃষ্টিকর্তার উপর ভরসা করুন। যদি লেখে থাকেন তাহলে কোন সমস্যা হবে না। প্রার্থনা করি আপনার যেনো কোন সমস্যা না হয়।

Talk Doctor Online in Bissoy App

MCQ তে সেট কোড লিখতেই হবে। না লেখলে নম্বর আসবে না। অতপর ফেল হবে। তবে এটি বাংলা পরিক্ষায় হলে (১ম পত্রে হলে ২য় পত্রে; ২য় পত্রে হলে ১ম পত্রে যেকোনো ভাবে ৬০ এ ২০ পেলেই পাস করবেন)। অর্থাৎ ১ম বা ২য় পত্রে যেকোনো ভাবেই ২০ পেতে হবে।  তবে যেহেতু আপনার মনে নেই সেহেতু বিশ্বাস রাখুন, আপনি হয়তো ভুলে গেছেন। কারণ কক্ষ পরিদর্শক সাক্ষর করার সময় আগে দেখে সেট কোড পূরন হয়েছে কিনা। সেট কোড পূরন না করলে কক্ষ পরিদর্শক কখনোই সাক্ষর করবেন না। যেহেতু আপনার কোনো ডাক পরেনি সেহেতু আপনি হয়তো ভুলে গিয়েছেন।  বাকি পরিক্ষায় একই ভুল যেন না হয় খেয়াল রাখবেন আর ভালো করে পরিা দেবেন।

Talk Doctor Online in Bissoy App