MdNihut

Call

প্রধানত বল পয়েন্ট দিয়েই 'mcq' ভরাট করতে হয়। এখন, কেউ যদি ভুলবশত পেন্সিল দিয়ে ভরাট করে তাহলে, কোনো অসুবিধা নেই। অবশ্য পেন্সিল দিয়ে ভরাট করায় নম্বর একটু কেটে দিতে পারে; কিন্তু তাই বলে ফেল আসবে না। 

Talk Doctor Online in Bissoy App

আপনি আপনার এ্যাডমিড কার্ডে নিয়ম দেওয়া আছে দেখে নিন ৷ তাছাড়া সারদের কাছ থেকে জেনে নিন ৷ বলপেন ব্যতিত অন্যকোন ভাবে বৃত্ত ভরাট করলে এটি সম্পূর্ণ ভুল ৷ বারবার করে সাররাও ক্লাসে বলে দেন এসব ৷

তবে একটি কথা যেহেতু নিয়মের মধ্যে বলা আছে যে, (যে সব অংশে বল পয়েন্ট কলম দ্বারা পূরণ করতে বলা হয়েছে তা অবশ্যই কালো বল পয়েন্ট কলম দ্বারা পূরণ করতে হবে ৷)
উক্ত নিয়মে এমটা আলাদা করে বলেনি যে, (বল পয়েন্ট কলম ব্যতিত অন্যকোন কিছু দিয়ে পূরণ করলে তা বাতিল বলে গণ্য হবে ৷)
তাই আশা রাখতে পারেন নাম্বার দিবে ৷
Talk Doctor Online in Bissoy App