Call

সেট কোড না লিখলে পাশ আসবে না ফেল আসবে। কারণঃ omr ম্যাশিন এ সেট কোড অনুযায়ী উত্তর সাজানো থাকে। এখন যদি আপনি সেট কোড না লেখেন তাহলে omr ম্যাশিন বুঝতে পারবে না আপনি কোন সেট এর উত্তর দিয়েছেন। তখন আপনার খাতা বাতিল বলে গণ্য হবে। 

তখন ফেল চলে আসবে।


বিঃদ্রঃ সব সময় সিরিয়াস ভাবে খাতা পূরণ করবেন।বার বার চেক করে নিবেন তাহলে এই রকম ভুল গুলা হবে না।       

Talk Doctor Online in Bissoy App