Meeon1

Call

মোটা হওয়ার জন্য কোন ঔষধ খাওয়া উচিৎ না। এতে পার্শ্যপ্রতিক্রিয়া আছে। আপনি আপনার দৈনন্দিন রুটিন পরিবর্তন করতে পারেন। ১. সকাল সকাল ঘুম থেকে উঠা। ২. সময় মত খাবার খাওয়া। ৩. প্রচুর পানি পান করা। ৪. শাক ও সব্জি খাওয়া। ৫. নিয়মিত ডিম ও দুধ পান। ৬. মধু খাওয়া। ৭. পোশাক ঢিলেঢালা পড়া। ৮. বেশি রাত না জাগা। ৯. খাবার পরে বিশ্রাম নেওয়া। ১০. দুপুরে ঘুমানো। ১১. চিন্তা না করা। ১২. হস্তমৈথুন না করা বা স্ত্রী সহবাস ঘনঘন না করা। এতে কাজ না হলে হামদর্দ এর চিকিৎসা নিলে বা হোমিওপ্যাথি চিকিৎসা নিলে স্থায়ী ফল পাওয়া যাওয়ার সম্ভাবনা আছে ইনশাআল্লা।                       

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ