Call

মাসিক সাধারণত ২৮ দিন এর চক্রে হয় থাকে। তাই আশা করছি এই মাসের ১৮ তারিখে মেন্স হলে আগামী মাসের ১৮ তারিখে মেন্স হবে। তবে কারো কারো ২/১ দিন আগে বা পিছে হতে পারে। যদি উনি পিল সেবন করেন তাহলে মেন্স হতে হেরফের হবে কয়েকদিন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Jamiar

Call

আপনার স্ত্রীর এই মাসে ১৮ তারিখে মাসিক হলে পরবর্তী মাসে একই সময়ে বা একই তারিখে মাসিক হবে কিনা এটা কখনোই বলা সম্ভব না যদিও আপনার স্ত্রীর নিয়মিতভাবে মাসিক হোক না কেনো হতে পারে আগামী মাসে ১৮ তারিখে মাসিক না হয়ে ২/৩ দিন আগে বা পরেও হতে পারে ।আসলে একজন মহিলার মাসিক চক্র নির্ভর করে তার শারীরিক সুস্থ্যতা ও মানুসিক এর উপর  এছাড়াও যোনি সংক্রান্ত কোন সমস্যা  থাকলে মাসিকের টাইম পিছিয়ে যেতে পারে বা নির্ধারিত সময়ের চেয়ে কয়েকদিন  আগেই হয়।  তাই অপেক্ষা করুন আগামী মাসিকের সময় পর্যন্ত। আসলে নিয়মিতভাবে মাসিকের বেলায় প্রতিমাসে একই দিনে একই সময়ে একই ভাবে মাসিকের রক্তপাত হতেই হবে এমনটা কিন্তু নয়। তাই অপেক্ষা করবেন ও বাচ্চা নিতে না চাইলে প্রটেকশন নিবেন। ধন্যবাদ । 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ