আমার বয়স ১৯ বছর। আমি গত ৩/০২/২০২০ তারিখে আমার হাসবেন্ডের সাথে সহবাস করেছি কোনো কিছু ছাড়া আমি কোনো পিলও সেবন করি নি। কারণ গত মাসে আমার মাসিক হয়েছিল ৫/০১/২০২০ তারিখে। তাই আমি যতদূর জানতাম মাসিক হওয়ার আগের ৭দিন কোনো কিছু ছাড়া সহবাস করলে ডিম্বাণু তৈরি হয় না।  কিন্তু আজ ৭ তারিখ আমার এখনো মাসিক হচ্ছে না।  আর আমার মাসিক নিয়মিত বলা যায় শুধু ২-১ দিন আগে পিছে হত। এই মুহুর্তে আমরা কোনো বাচ্চাও নিতে চাচ্ছি না। তাই আমি খুব চিন্তায় আছি। দয়া করে একটা পরামর্শ দিয়ে আমাকে সাহায্য করুন। 
শেয়ার করুন বন্ধুর সাথে
Jamiar

Call

ধন্যবাদ আপনাকে। জ্বি হ্যা আপু মাসিকের দিন থেকে আগের ৭ দিন নিরাপদ সময় তবে এই সময় গুলো ১০০% নিশ্চিত না। তবে যেহেতু আজ মাসিক বন্ধের মাত্র ৩ দিন হলো তাই আগামী ১৬/১৮ দিন পর্যন্ত অপেক্ষা করুন এর মাঝেই মাসিক হলে প্রেগন্যান্ট হবেন না আর মাসিক বন্ধ থাকলে তখন প্রেগন্যান্সি টেস্ট করবেন  আর কিভাবে কখন স্ট্রিপকাটি দিয়ে প্রেগন্যান্সি টেস্ট করবেন। সঠিক নিয়ম নিম্নের  প্রশ্নে  ক্লিক করে  আমার  উত্তর টি  দেখে নিন। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Nahid112358

Call

শুনুন একটি কথা বলি, আল্লাহ তায়ালা কাউকে দুনিয়ায় পাঠাতে চাইলে আপনি তা রোখতে পারবেন না। এই ক্ষমতা কারোই নাই যে আল্লাহর ইচ্ছা কে রোখা ত দুরের কথা তার ধারে কাছে ঘেসতএ পারবে। সুতরাং বিষয় টা সহজ ভাবে নিন।( ইং শা আল্লাহ) উপকৃত হবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ