নাপাক কাপড় পাক করার কয়েকটি সঠিক নিয়ম জানতে চাই। যেভাবে কাপড় ধোয়ার কারণে অনেকের কাপড়ই নাপাক থেকে যায়। বিসমিল্লাহ না বললে কি কাপড় পাক হবে? কতো বার ধুইলে কাপড় পাক হবে?
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

বিসমিল্লাহ বলা ভালো।তবে বিসমিল্লাহ না বলে কাপড় ধুলেও কাপড় পাক হবে।কাপড় ৩ বারের কম ধুলে পাক হবে না।৩বারের বেশী ধুতে হবে। ধন্যবাদ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
  • কাপড়ে নাপাকি লাগলে তিনবার পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে এবং প্রত্যেকবার ভালো করে চাপ দিয়ে নিংড়াতে হবে। ভালো করে নিংড়িয়ে ধোয়ার পরও যদি দুর্গন্ধ থেকে যায় কিংবা দাগ থাকে তাতে কোনো দোষ নেই।  এতেই কাপড় পবিত্র হয়ে যাবে। 
  • তোশক বা এজাতীয় জিনিশ- যা নিংড়ানো যায় না- তাতে নাপাকি লাগলে যদি তা উপরের আবরণে লেগে থাকে এবং ভিতরে প্রবেশ না করে, তাহলে সে নাপাকি দূর করে দেয়া বা তিন বার তার উপর দিয়ে পানি প্রবাহিত করে দেয়ার দ্বারা তা পাক হয়ে যায়। কিন্তু যদি তোশক নাপাকি ভেতরে খুব ভালোভাবে চুষে নেয়, তা হলে তা তিন বার ধৌত করতে হবে। এবং প্রতিবার ধৌত করার পর শুকাতে হবে। শুকানোর অর্থ হচ্ছে তার উপর হাত রাখলে যেন ভিজে না যায়।
  • কাপড় তিনবার ধৌত করার মাধ্যমে পবিত্র হয়ে যায়। এর সাথে বিসমিল্লাহ বা কালেমার কোনো সম্পর্ক নেই। তবে বিসমিল্লাহ বলা ভালো।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ