পরিবারের পক্ষ থেকে ছেলে-মেয়ে উভায়কেই বলা হয়। আপনি হয়তো ভিকটিম দেখে মনে হচ্ছে শুধু মেয়েকেই বলা হয়। আসলে বিষয়টি এমন নয়। কারণ ছেলে-মেয়ে উভয়ই মা-বাবার সম্পদ। তারা চান উভয়কেই আগলে রাখতে। যাতে তাদের কারণে পরিবারে কোন প্রকার অপ্রিতিকর ঘটনা না ঘটে। তাই মনে কষ্ট পাবার কিছু করেন। মা-বাবা সব সময়ই সন্তানের কল্যাণ কামনা করেন। যদিও অনেক ক্ষেত্রে সেটা ভালো মনে হয় না। অথচ কল্যাণ তাদের কথা মান্য করার ্মধ্যেই যাবৎ না তারা কোন অন্যায়ের নির্দেশ দেন। 

মহানবী সা. ইরশাদ করেন- “পিতা-মাতার সন্তুষ্টির উপরই আল্লাহর সন্তুষ্টি আর পিতা-মাতার অসন্তষ্টির উপরই আল্লাহর সন্তুষ্টি নির্ভর করছে।” -মু’জামে কাবীর, ত্ববারানী

আশা করি আপনার উত্তর পেয়েছেন। ধন্যবাদ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ