পাত্রী দেখার পড়ে আমার পছন্দ হয়নি  এটা বলার পর amar পরিবারের সবাই-ই আমার প্রতি রাগ করে। ২ দিন আমাকে বুঝায়। আব্বা বলে তার অবাধ্য হয়ে যাচ্ছি। একথা শুনে আমি চিন্তা করলাম এটাতো অনেক বড় পাপ এজন্য আমার অপছন্দ  থাকা সত্ত্বেও বিয়াতে রাজি হলাম। 

------- কিন্তু এখনো ভালো লাগেনা। তার কারণ আমি লক্ষ করলাম তা হল সকল দিক থেকেই অমিল- ঃঃ চেহারা, ইসলামিক কোন শিক্ষা নেই , শরীরে দূরগন্ধ,  অপপরিচ্ছন্নতা আরোঅনেক অসমতা। 

এখন আমার মন সব সময় টেনশনে   থাকে আমি কি করতে পারি  ইসলামে৷ এর সমাধান কি?


Share with your friends
Call

অপছন্দ থাকা সর্তেও বিয়ে করাটাই ঠিক হয়নি। আর যেহেতু করেই ফেলেছেন তাই তালাক এর মতো নিকৃষ্ট কাজ আগেই বেছে নিয়েন না. আপনি বিষয় গুলো আপনার মা কে আগে অবগত করুন। তারপর দেখেন আপনার বিয়ের পর স্ত্রীর সাথে  আপনাদের বাড়ির সবচেয়ে কার সাথে বেশী আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, তাকে এমন ভাবে বলুন যেন সে আপনার স্ত্রীকে ভালোভাবে বুঝায়। তার অভ্যাস এর পরিবর্তন আসলে তখন এমনি ভালো লাগবে আপনার, যেহেতু আপনার বাবা মা পছন্দ করেছে।  অভ্যাস এর পরিবর্তন করলে ভিকারীকেও রানী এর মতো বানানো যায়।  

Talk Doctor Online in Bissoy App