শেয়ার করুন বন্ধুর সাথে

(১) খুলে দাও হৃদয়ের বন্ধ দুয়ার, বাড়িয়ে দাও দুটি হাত নাও ডেকে ঘরে, ঘরহারাদের, পথে যাদের কাটে রাত (২) খুলে দাও হৃদয়ের বন্ধ দুয়ার......... আজও ওরা পাইনি,ঘরেরও ঠিকানা, জানেনা জীবনের মানে, স্বপ্ন ও দেয়না, ধরা ওদের চোখে, শুধুই ক্লান্তি ডেকে আনে, ওদের চোখে দাওনা মেখে, স্বপ্নের সোনালী আলো। ওরা জানেনা মায়ের মমতা, কেমন বাবার আদর, জানেনা তো প্রাণ খুলে হাসতে, পারেনা মানুষ হয়ে বাঁচতে ওরা হাসতে শিখুক, ওরা বাঁচতে শিখুক, আজ হোক এই প্রত্যয়, পথশিশু নয়, ওরা মহান মানুষ, এই হোক বড় পরিচয় ওরা তোমাদের ভাই, তোমাদের বোন, আমাদের প্রিয়জন তুমি যদি বাঁচো, বাঁচবে ওরা, নাও আজ এই মহাপণ খুলে দাও হৃদয়ের বন্ধ দুয়ার, বাড়িয়ে দাও দুটি হাত নাও ডেকে ঘরে, ঘরহারাদের, পথে যাদের কাটে রাত (২) খুলে দাও হৃদয়ের বন্ধ দুয়ার.........  (২) হঠাত আজরাইল পাঠাইয়া তোরে নিতে পারে তুলিয়া, কিসের আশায় রইলি রে মন মালিক রে ভুলিয়া, ও তুই মালিক রে ভুলিয়া।(২) ধন সম্পদ পাইয়া হাতে করলি জমিদারি, ক্ষমতার অহংকারে করলি বাহাদুরি (২) ও তোর রেশমি পোষাক সোনার আংটি(২) নেবে স্বজনরা খুলিয়া, কিসের আশায় রইলি রে মন মালিক রে ভুলিয়া ও তুই মালিক রে ভুলিয়া। মালিক রে ভুলিয়া, ও তুই মালিক রে ভুলিয়া। ক্ষনে ক্ষনে কবর ডাকে আইরে আমার বাড়ী, মাটির উপর থাকবি রে তুই দিন কয়েক চারি ও তুই দিন দুই এক চারই(২) আসতে তোর হবে একদিন(২) সাদা কাফন পরিয়া কিসের আশায় রইলি রে মন মালিক রে ভুলিয়া ও তুই মালিক রে ভুলিয়া। হঠাত আজরাইল পাঠাইয়া তোরে নিতে পারে তুলিয়া, কিসের আশায় রইলি রে মন মালিক রে ভুলিয়া, ও তুই মালিক রে ভুলিয়া।(২)। (৩) ঐ মাহাদির সৈন্যরা গর্জে ওঠো,শহিদি তামান্না বুকে নিয়ে সুফিয়ানা মতবাদ রুখতে হলে, এখন থেকে থাকো তৈরি হয়ে। (২) আসবেই মহাকাল, রুখতে হবে দাজ্জাল। (২) . যার একহাতে থাকবে জান্নাত,একহাতে থাকবে জাহান্নাম মানুষকে বলবে ডেকে ডেকে আমিই তো তোমাদের খোদা মহান (২) যার দিলে থাকবে ঈমান,হবে না তো সে বেঈমান (২) মুমিন বলবে ডেকে, ঈমান নিয়ে বুকে, নিশ্চিত তুই দাজ্জাল আসবেই মহাকাল, রুখতে হবে দাজ্জাল। (২) . আজ বিশ্বের চারিদিকে,মুমিন মরছে ধুকে, একটু কি দিলে দয়া হয় না ওরে কাপুরুষ ঘরে বসে, ভাবছো হিসাব কশে, এখনো তো সময় হলো না। (২) মুমিনরা হয়ে যাবে মাজলুম,গাজওয়ায়ে হিন্দ ভাঙ্গাবে ঘুম পদে পদে আসবে মসিবত, চারিদিকে পড়বে পাপের ধুম (২) মুর্খরা গড়বে সমাজ, উঠে যাবে এলেম ও লাজ (২) আসছে কেয়ামত রুখতে মসিবত, হাকছে আজান বেলাল আসবেই মহাকাল, রুখতে হবে দাজ্জাল। (৩) (৪) মাদিনা মাদিনা মাদিনা মাদিনা তোমার ই প্রেমে তে মন হলো যে দিওয়ানা যেতে চাই তোমারই রওজা মদিনা (২) মাদিনা মাদিনা মাদিনা মাদিনা (২) তোমার ই প্রেমে তে মন হলো যে দিওয়ানা যেতে চাই তোমারই রওজা মদিনা . রাসুলে আরাবী,তুমি আলোর রবি, তোমারই প্রেমে সৃজন হলো এ সবই (২) ওগো প্রিয় তুমি আমার আশার আলো (২) সারা জনম তোমায় বেশে যাবো ভালো মাদিনা মাদিনা মাদিনা মাদিনা যেতে চাই তোমারই রওজা মদিনা তোমার ই প্রেমে তে মন হলো যে দিওয়ানা যেতে চাই তোমারই রওজা মদিনা . তোমারই পরশে উজালা এ ভুবন তোমায় ভেবে ভেবে যায় এ মন সারাক্ষন (২) তোমার নামে দরুদ জপি সারাবেলা (২) ইয়া মুহাম্মাদ মুহাম্মাদ ইয়া কামলিওয়ালা মাদিনা মাদিনা মাদিনা মাদিনা যেতে চাই তোমারই রওজা মদিনা তোমার ই প্রেমে তে মন হলো যে দিওয়ানা যেতে চাই তোমারই রওজা মদিনা মাদিনা মাদিনা মাদিনা মাদিনা (২) ধন্যবাদ

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ