শেয়ার করুন বন্ধুর সাথে
Call

মাফ করে দাও মাওলা তোমার, রহমান নাম নিয়ে। (2) কবুল করে নাও গো দয়াল, এই গোনাহগার বান্দারে (ঐ)। যত গোনাহ করি মাওলা গোপনে, সকল গোনাহ মাফ করে দাও নিজ গুনে (2)। তুমি যদি দাও তাড়িয়ে, যাব কার কাছে (2) তুমি ছাড়া মালিক আমার, আর কি কেহ আছে । রহিম তুমি দয়ার সাগর, কবুল কর আমারে। (ঐ)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

ও মদীনার মাটিরে সকল সুখ বুঝি তোর কপালে। ও মদীনারে...…........... তোর বুকে এমন রবি যার লাগি পাগল সবি, যার তরে হইলো সৃষ্টি ত্রিভূবন। ভাবি আমি সারাক্ষণে কখন যাবো সেখানে, সহে না সহেনা আমার পরাণে। ঐ ও মদীনারে......... পাখি যদি হতাম আমি উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনের কোন যাতনা। দেহে নাই পাখা রে, সাথে নাই টাকারে কেমনে কেমনে যাবো সেইখানে। ওমদীনারে........ তোর বুকে গেলে কত সুখি হতাম জানি,তরে আমি বুঝাইবো কেমনে। ভাবি আমি সারাক্ষণে কখন যাবো সেখানে, সহেনা সহেনা আমার পরাণে। ঐ

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

কোনো একদিন, এদেশের আকাশে

কোনো একদিন, এদেশের আকাশে

কালেমার পতাকা দুলবে।

সেদিন সবাই, খোদায়ী বিধান পেয়ে

দুঃখ-বেদনা ভুলবে।

সেদিন আর রবে না হাহাকার,

অন‍্যায়, জুলুম, অবিচার।

সেদিন আর রবে না হাহাকার,

অন‍্যায়, জুলুম, অবিচার।

থাকবে না অনাচার,

দুর্নীতি, কদাচার।

থাকবে না অনাচার,

দুর্নীতি, কদাচার।

সকলেই শান্তিতে থাকবে।

সেদিন সবাই, খোদায়ী বিধান পেয়ে

দুঃখ-বেদনা ভুলবে।

কোনো একদিন, এদেশের আকাশে

কালেমার পতাকা দুলবে।

সেদিন সবাই, খোদায়ী বিধান পেয়ে

দুঃখ-বেদনা ভুলবে।

একাকিনী রমণী নির্জন পথে যাবে,

কোনোজন কটু কথা কবে না।

কোনোদিন পথে-ঘাটে, সম্পদের মোহে

খুন আর রাহাজানি রবে না।

সেই দিন আর, নয় বেশি দূরে

সেই দিন আর, নয় বেশি দূরে

আরো কিছু পথে গেলে মিলবে।

সেদিন সবাই, খোদায়ী বিধান পেয়ে

দুঃখ-বেদনা ভুলবে।

কোনো একদিন, এদেশের আকাশে

কালেমার পতাকা দুলবে।

সেদিন সবাই, খোদায়ী বিধান পেয়ে

দুঃখ-বেদনা ভুলবে।

অশান্তির কোপানলে, মরিস না ধুকে ধুকে

আয় তোরা দিকে দিকে ছুটে আয়।

যতদিন দূরে রবে, ততদিন পিছে যাবে

শান্তি আসিতে এই দুনিয়ায়।

খোদার আইন ছাড়া, অন‍্য কিছুতে আর

খোদার আইন ছাড়া, অন‍্য কিছুতে আর

মানুষের শান্তি না মিলবে।

সেদিন সবাই, খোদায়ী বিধান পেয়ে

দুঃখ-বেদনা ভুলবে।

কোনো একদিন, এদেশের আকাশে

কালেমার পতাকা দুলবে।

সেদিন সবাই, খোদায়ী বিধান পেয়ে

দুঃখ-বেদনা ভুলবে।

সেদিন আর রবে না হাহাকার,

অন‍্যায়, জুলুম, অবিচার।

সেদিন আর রবে না হাহাকার,

অন‍্যায়, জুলুম, অবিচার।

থাকবে না অনাচার,

দুর্নীতি, কদাচার।

থাকবে না অনাচার,

দুর্নীতি, কদাচার।

সকলেই শান্তিতে থাকবে।

সেদিন সবাই, খোদায়ী বিধান পেয়ে

দুঃখ-বেদনা ভুলবে।

কোনো একদিন, এদেশের আকাশে

কালেমার পতাকা দুলবে।

সেদিন সবাই, খোদায়ী বিধান পেয়ে

দুঃখ-বেদনা ভুলবে।

কোনো একদিন....

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানা বিহিন (২)

যদিও তুমি দিয়েছো পুরোটা জমিন (২)


তবু আমি তোমার হবো তোমার অধিন(২)

তুমি ছাড়া হারাবে আকাশটা রঙ্গিন

তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানা বিহিন (২)


সকাল সন্ধ্যা অসুখে আমার, ক্বলবে নামে যাতনা হাজার (২)

যিকির শিফা হয়ে মন থেকে, ফেলে দে সব কামনার পাহাড়

লা ইলাহা ইল্লাল্লহ, লা মাহবুবা ইল্লাল্লহ, লা মওজুদা ইল্লাল্লহ,লা মাখসুদা ইল্লাল্লহ, লা নাখফু ইল্লাল্লহ

হাসবি রব্বি জাল্লাল্লহ, মা ফি ক্বলবি গইরুল্লাহ,(২)লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসুলুল্লাহ (ছাঃ)

তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানা বিহিন (২)

.

যিকির শান্তি, কাটাই এ ভ্রান্তি, যিকির ক্ষমা নেই যে উপমা (২)

যিকির কে মন করো আপন, তাসকিয়াতে জীবনযাপন

লা ইলাহা ইল্লাল্লহ, লা মাহবুবা ইল্লাল্লহ, লা মওজুদা ইল্লাল্লহ,লা মাখসুদা ইল্লাল্লহ, লা নাখফু ইল্লাল্লহ

হাসবি রব্বি জাল্লাল্লহ, মা ফি ক্বলবি গইরুল্লাহ,(২)লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসুলুল্লাহ (ছাঃ)


তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানা বিহিন (২)

যদিও তুমি দিয়েছো পুরোটা জমিন (২)

তবু আমি তোমার হবো তোমার অধিন(২)

তুমি ছাড়া হারাবে আকাশটা রঙ্গিন

তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানা বিহিন (২)


গজলটি আমার প্রিয়। আশা করি আজনারও ভালো লাগবে। ধন্যবাদ। 


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ