শেয়ার করুন বন্ধুর সাথে
Jamiar

Call

প্রেগন্যান্সি লক্ষন গুলো হলো।

  • মাথা ব্যথা,মাথা ঘোড়া।
  • শারীরিক দুর্বলতায়,
  • শারীরের তাপমাত্রা উঠানামা করা।
  • খাবারে অরুচি।
  • বমি ভাব বা প্রচুর বমি হওয়া। 
  • তলপেটে প্রচন্ড ব্যথা বা চিন চিন ব্যথা করা।
  • মেজাজ ভালো না থাকা।
  • ঘন ঘন প্রস্রাব আশা।
  • পেট ফাঁপা বা কোষ্ঠকাঠিন্য হওয়া।
  • স্তনে ব্যথা ও নিপলে ব্যথা হতে পারে।

উক্ত লক্ষন গুলো সবার ক্ষেত্রে এক সাথে সকল উপসর্গ দেখা দিবে না। আসতে আসতে প্রভাব ফেলবে যা প্রেগন্যান্সির প্রথম সপ্তাহ থেকে শুরু হবে ও ৩/৪/৫/৬ সপ্তাহ পর্যন্ত উক্ত উপসর্গ গুলো কখনো বেশি প্রভাব ফেলবে আবার কখনো কম।এভাবে প্রেগন্যান্সির ৩ মাস পর্যন্ত থাকতে পারে তবে এক সময় কমে যাবে যা ২ + মাস হলেই লক্ষন গুলো কমতে থাকবে ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ