Call

উল্লেখিত দেশের নাগরিকগণ সকলেই বেশ ভদ্র, মার্জিত, সহযোগিতা পরায়ন ও বন্ধুবৎসল। জার্মানদের নাক উঁচু একটা স্বভাব রয়েছে। তবে ওদের কোন বিষয়ে নাক না গলালে ওরাও কারো বিষয়ে নাক গলায় না। বেলজিয়ানরা সবসময়ই নিরপেক্ষ থাকার চেষ্টা করে। ওদের এই নিরপেক্ষ স্বভাবের কারণেই দ্বিতীয় বিশ্ব যুদ্ধে কারো পক্ষ না নিয়ে নিজেদের নিরপেক্ষ অবস্থান বজায় রাখে। যে কারণে বেলজিয়ামকে বাফার স্টেট বলা হয়ে থাকে। স্কটিশদের স্বাজাত্যবোধ অনেক বেশি এবং বেশ সহযোগিতা পরায়ণ। সুইসদের আভিজাত্য ইতিহাস বিদিত এবং ওরা খুবই শান্তিপ্রিয়। স্পেনিশদের রয়েছে গর্ব করার মতো বিশাল ইতিহাস যার সাথে কেবল ইংরেজদের তথা ব্রিটিশদের ইতিহাসেরই মিল খুঁজে পাওয়া যায়। বিশ্বে দ্বিতীয় সবচেয়ে বেশি মানুষ কথা বলে এই স্পেনিশ ভাষায়। ইতালিয়ান মানুষজন খুব উন্নত জীবনমানে অভ্যস্ত এবং রয়েছে সুপ্রাচীন ইতিহাস। পশ্চিমা রোমান সাম্রাজ্যের কেন্দ্রস্থল।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ